শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৫:১৮, ১৮ আগস্ট ২০২৫ | আপডেট: ১৫:২৭, ১৮ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত
গত লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠান কংগ্রেসের প্রবীণ নেতা অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করেছিলেন, যিনি ১৯৯৯ সাল থেকে বহরমপুর আসন থেকে টানা জয়ী হয়ে আসছিলেন।
দ্য লালান্তপের সঙ্গে সাম্প্রতি এক সাক্ষাৎকারে, যখন উপস্থাপক ইরফান পাঠানকে রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে প্রশ্ন করেছিলেন, সাবেক ভারতীয় অলরাউন্ডার হেসে উত্তর দেন, ‘আপনি মনে করেন আমার রাজনীতিতে আসা উচিত?’
এরপর তিনি আরো স্পষ্ট করে বলেন, ‘আমি যা কিছু করব আমার জীবনে, সেটা এখন হোক বা ভবিষ্যতে, আমি সব সময় তা পার্থক্য গড়ার জন্য করব। এবং যদি পার্থক্য গড়তে না পারি, তবে করব না।
২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইরফান পাঠানের। ভারতের জার্সিতে ৩০১টি উইকেট নিয়েছেন এই পেসার। ২৯টি টেস্ট, ১২০টি ওডিআই ও ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। নতুন বলের সঙ্গে অসাধারণ সুইং এবং গুরুত্বপূর্ণ সময়ে রান করতে পারার জন্য তাকে কখনো কখনো কপিল দেবের সঙ্গে তুলনা করা হতো।
২০০৬ সালের করাচি টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে তার হ্যাটট্রিক এখনো স্মরণীয়। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ম্যাচ-জয়ী বোলিং পারফরম্যান্স তাকে বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
ঢাকা এক্সপ্রেস/আরই