শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৫:১০, ১৭ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত
আগামী ১৯ আগস্ট এশিয়া কাপের দল বেছে নেবেন নির্বাচকেরা। সেখানে বুমরাহ জায়গা পান কি না তা সময় বলবে।
দেশের হয়ে আরও একটা ট্রফি জিততে চাইছেন বুমরাহ। ‘ইন্ডিয়ান্স এক্সপ্রেস’ ওয়েবসাইটে বোর্ডের এক সূত্র বলেছেন, এশিয়া কাপে ওকে পাওয়া যাবে বলে নির্বাচকদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বুমরাহ।
পরের সপ্তাহে বৈঠকে বসে দল বেছে নেবেন নির্বাচকেরা।
ইংল্যান্ডে গিয়ে প্রথম, তৃতীয় এবং চতুর্থ টেস্টে খেলেছিলেন বুমরাহ। তার মধ্যে দুটোতে ভারত হেরেছিল, একটাতে ড্র করেছিল। যে দুটো টেস্টে বুমরাহ খেলেননি সেগুলো জিতেছে ভারত। তবু ভারতের দলে বুমরাহের অবদান অস্বীকার করছেন না কেউ। টেস্টে দীর্ঘ সময় বল করার ঝুঁকি থাকে।
এশিয়া কাপ এ বার টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় প্রতি ম্যাচে সর্বোচ্চ চার ওভার বল করতে হবে। ফলে শরীরের উপর চাপও পড়বে না। সে কারণেই বুমরাহ এশিয়া কাপে খেলতে চাইছেন বলে ধারণা ক্রিকেটমহলের।
ঢাকা এক্সপ্রেস/আরই