শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৩:৩৮, ১৫ আগস্ট ২০২৫
করমর্দনরত সাকিব, ছবি: সংগৃহীত
শুক্রবার (১৫ আগস্ট) ব্যাসেটেরেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ১২১ রানে গুটিয়ে যায় অ্যান্টিগুয়া। শুরুতেই বিপাকে পড়ে দলটি—স্কোরবোর্ডে মাত্র ৪ রান যোগ হতেই ওপেনার জুয়েল অ্যান্ড্রু ফিরেন সাজঘরে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ফ্যালকনস। সাকিবের ব্যাট থেকে আসে ১৬ বলে মাত্র ১১ রান, যার মধ্যে কোনো বাউন্ডারি ছিল না।
দলের পক্ষে একমাত্র উল্লেখযোগ্য ইনিংস খেলেন করিমা গোর। ৩৪ বলে ৮ চার ও ২ ছক্কার মারে তিনি করেন ৬১ রান। অধিনায়ক ইমাদ ওয়াসিমের ব্যাট থেকে আসে ১৩ বলে ১১ রান। বল হাতে সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসের ওয়াকার সালামখিল ছিলেন সবচেয়ে সফল—৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। দুইটি করে উইকেট পেয়েছেন ফজলহক ফারুকী ও নাসিম শাহ।
জবাবে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে সেন্ট কিটস। এভিন লুইস ঝড়ো ব্যাটিংয়ে ১৩ বলে ২৫ রান করে ওবেদ ম্যাককয়ের বলে সাকিবের হাতে ক্যাচ দেন। আন্দ্রে ফ্লেচার ২৬ বলে ১৯ রান করেন। যদিও কাইল মেয়ার্স ১৫ এবং রাইলি রুশো শূন্য রানে ফেরেন, তবুও অ্যালিক অ্যাথানাজে ও জেসন হোল্ডারের অপরাজিত জুটিতে সহজ জয় তুলে নেয় প্যাট্রিয়টস।
তারা দুজন ৩১ বলে ৪৯ রানের জুটি গড়ে ১৫ ওভারেই ম্যাচ শেষ করেন। অ্যাথানাজে অপরাজিত থাকেন ২৮ বলে ৩৭ রানে, আর হোল্ডার ১৪ বলে ১৮ রানে। সাকিব বল হাতে মাত্র ১ ওভার করে ৬ রান দেন, কোনো উইকেট পাননি। কর্নওয়াল ৩ ওভারে ১৯ রান দিয়ে ২টি উইকেট নেন, গাজানফার ও ম্যাককয় নেন একটি করে উইকেট।
এই হারের ফলে সিপিএলের প্রথম ম্যাচ থেকেই পিছিয়ে পড়ল সাকিবের অ্যান্টিগুয়া এন্ড বারবুডা ফ্যালকনস।
ঢাকা এক্সপ্রেস/ইউকে