শিরোনাম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯:০৪, ১৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:১৬, ১৫ এপ্রিল ২০২৫
এ কে এম শামসুজ্জোহা । ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাবা এ কে এম শামসুজ্জোহার কাছে জামায়াতে ইসলামীর সদস্যপদ নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। তিনি দাবি করেন, সদস্যপদ গ্রহণের ফরমে স্বাক্ষর করেও শেষ পর্যন্ত যোগ দেননি শামীম ওসমানের বাবা।
সোমবার (১৪ এপ্রিল) নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের একটি রেস্টুরেন্টে এক বেসরকারি টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব তথ্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
মাওলানা মঈনুদ্দিন বলেন, “আমি জামায়াতে ইসলামীর সদস্য হওয়ার দাওয়াত দিতে শামীম ওসমানের বাবার কাছে গিয়েছিলাম। তিনি আমাদের ভালোভাবে গ্রহণ করেন, চা-বিস্কুট খাওয়ান এবং সম্মানজনকভাবে বিদায় দেন। এমনকি ফরমে স্বাক্ষরও করেন, তবে শেষ পর্যন্ত তিনি জামায়াতে যোগ দেননি।”
তিনি আরও বলেন, “ওসমান পরিবারের সঙ্গে আমাদের ঝগড়া ছিল না। শামীম ওসমান আমাকে দেখলে সালাম দিতেন। আমি তার বাবার দোয়ার অনুষ্ঠানেও গেছি।”
এই জামায়াত নেতা দাবি করেন, “৫ আগস্টের পর ওসমান পরিবার দেশ ছেড়ে পালায়। এখনো তারা দেশের বাইরে থেকে শত শত কোটি টাকা পাচ্ছে। কারা, কোথা থেকে এই টাকা পাঠাচ্ছে তা কেউ জানে না—শুধু সাংবাদিকরাই এটা বের করতে পারে।”
তিনি আরও বলেন, “বড় বড় কোম্পানিগুলোর সঙ্গে তাদের সংযোগ ছিল। দেশে যেসব কোম্পানি আছে, সেগুলোর অনেকগুলিতেই তাদের শেয়ার ছিল। এখনো দেশে থেকে তারা ব্যবসা চালাচ্ছে।”
অনুষ্ঠানে তার পাশে থাকা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে উদ্দেশ্য করে মঈনুদ্দিন বলেন, “ওসমান পরিবারের ব্যবসা কোথায় কোথায়, সেটা টিপু জানে। ফতুল্লায় একটি ফ্যাক্টরি আছে, ওটার মালিক কারা, কি আছে—সবই সে দেখাতে পারবে। ও জানে, সাংবাদিকদের জানালেই হবে।”
ঢাকা এক্সপ্রেস/ এসএ