শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৯:২৪, ১৫ এপ্রিল ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
নিহত মোহাম্মদ আলী বাদপুকুরিয়া গ্রামের কেনু মিয়ার ছেলে। তিনি গ্রামে মুদি ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাদপুকুরিয়া গ্রামের মোহাম্মদ আলীর মুদি দোকান থেকে বাকিতে পণ্য নিতেন একই গ্রামের চাতাল শ্রমিক আশকর আলীর ছেলে আসাদুল ইসলাম। দীর্ঘদিন পাওনা ৮৫০ টাকা না দিয়ে তিনি ঘোরাতে থাকেন। মঙ্গলবার সকালে মোহাম্মদ ত্রিমোহনী বাজারে যাওয়ার সময় আশাদুলের কাছে পাওনা টাকা চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে মোহাম্মদের ওপর চড়াও হন।
দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে আসাদুল ও তার পরিবারের লোকজন মোহাম্মদ আলীকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সেখান থেকে মোহাম্মদকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় আশকর আলী, তার ছেলে আসাদুল ও মাকে পুলিশ আটক করেছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে মারামারির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আসাদুল, আশকর ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।
ঢাকা এক্সপ্রেস/ এসএ