ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

কাপ্তাই হ্রদে মাছ শিকারে তিন মাসের নিষেধাজ্ঞা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৪:১৪, ১৬ এপ্রিল ২০২৫

কাপ্তাই হ্রদে মাছ শিকারে তিন মাসের নিষেধাজ্ঞা

বুধরার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভা । ছবি: ঢাকা এক্সপ্রেস

কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধি ও মাছের স্বাভাবিক বৃদ্ধির লক্ষ্যে আগামী ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ, পরিবহন ও বাজারজাত করণে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

বুধরার (১৬ এপ্রিল) জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হ্রদ ব্যবস্থাপনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ"র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙামাটি শাখার ব্যবস্থাপক কমান্ডার মোঃ ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা আধীর চন্দ্র দাস, রাঙামাটি মৎস্য  ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুর শুক্কুরসহ মৎস্যজীবি ও ব্যবসায়ীগণ। 

সভায় জানানো হয়, প্রতি বছরের ন্যায়  এ বছরও কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধি ও হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১লা মে থেকে ৩১ জুলাই পর্যন্ত এই তিনমাস হ্রদে মৎস্য আহরণ, বিপনন ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।  

এ সময় জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেয়া হবে। পাশাপাশি অবৈধ মৎস্য শিকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এই আদেশ অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানানো হয়।

 

ঢাকা এক্সপ্রেস/ এসএ

আরও পড়ুন