শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৭:১৯, ১৬ এপ্রিল ২০২৫
সবার মঙ্গল কামনায় জলোৎসবে মেতে উঠে মারমা তরুণ-তরুণীরা । ছবি: ঢাকা এক্সপ্রেস
নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটিতে উদযাপন করা হয়েছে সাংগ্রাই জলোৎসব। পুরোনো বছরের সকল দুঃখ, কষ্ট, বেদনাকে ভুলে গিয়ে একে অন্যের প্রতি ভালোবাসায় ভরিয়ে দিতে একে অন্যকে পানি ছিটিয়ে শুদ্ধ করে নিলেন মারমা তরুণ-তরুণীরা।
বুধবার (১৬ এপ্রিল) সকালে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বিদ্যালয় প্রাঙ্গণে মারমা সংস্কৃতি সংস্থা(মাসস) এর কেন্দ্রীয় কমিটির আয়োজনে ঐতিহ্যবাহী এই জলকেলি বা পানি উৎসবে মারমা জনগোষ্ঠীর তরুণ-তরুণীরা মেতে উঠে।
সাংগ্রাই উদযাপন কমিটির সভাপতি মংসুইপ্রু মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই জোনের জোন কমান্ডার লে. কর্নেল এসএম মাহমুদুল হাসান সোহাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের উপ অধিনায়ক মেজর ফয়েজ আহমেদ পিএসসি, রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর হাসিব ইমাম, ক্যাপ্টেন আহসানুল হক কবির সহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন সাংগ্রাই উদযাপন কমিটির আহবায়ক আদুমং মারমা। দেশের বিভিন্ন জায়গা থেকে জলোৎসবের এই অনুষ্ঠান উপভোগ করতে পর্যটকরা হাজির হন।
আলোচনা সভা শেষে অতিথিগণ ঘণ্টা বাজিয়ে জলকেলি উদ্বোধন করেন। এরপর সকলে একে-অপরের গায়ে পানি ছিটিয়ে সকল অবসাদ দূর করে দেয়। পুরোনো বছরের কষ্ট, অবসাদ, দুঃখ বেদনা ভুলে নতুন বছর যাতে সবার জীবন সুন্দরভাবে সেজে উঠে এমন মঙ্গল কামনায় জলোৎসবে মেতে উঠে মারমা তরুণ-তরুণীরা। এসময় মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহি গান ও নাচ পরিবেশন করা হয়। বিভিন্ন জেলা, উপজেলা থেকে আগত কয়েক হাজার মারমা নারী-পুরুষ একে-অপরের গায়ে পানি ছিটিয়ে উৎসব পালন করতে থাকে।
আগামী ১৯ এপ্রিল রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে জলকেলির মাধ্যমে শেষ হবে এবারের বৈসাবি উৎসবের আনুষ্ঠানিকতা।
ঢাকা এক্সপ্রেস/ এসএ