শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৫:২২, ২০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:২৪, ২০ এপ্রিল ২০২৫
মাস্ক পরা মোটরসাইকেল চোর । ছবি: সিসিটিভি ফুটেজ থেকে
ঘটনা এখানেই শেষ নয়, মোটরসাইকেল চুরির পর একটি মোবাইল ফোন নম্বর থেকে কল করে গাড়ির মালিকের কাছে ১০ হাজার টাকা দাবি করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) ঝিনাইদহ পৌর শহরের পাগলাকানাই শহীদ মোশারফ হোসেন প্রাথমিক বিদ্যালয়ের সামনে নির্মাণাধীন ভবনে এ চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে চুরির দৃশ্য। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী জাকারিয়া (২২) জেলার কালীগঞ্জ উপজেলার সানবান্ধা গ্রামের আজিজুর রহমানের ছেলে। মোটরসাইকেল হারিয়ে থানায় জিডি করেছেন তিনি।
ভুক্তভোগী জাকারিয়া জানান, নির্মাণাধীন ভবন ও গ্যারেজে একাধিক সিসি ক্যামেরা রয়েছে। গ্যারেজে বাইকটি রাখা ছিল। এক পর্যায়ে গিয়ে দেখি মোটরসাইকেলটি নেই। পরে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়েছি বাইকটি চুরি হয়েছে।
তবে মোটরসাইকেল চুরির পর একটি মোবাইল ফোন নম্বর থেকে কল করে ১০ হাজার টাকা দাবি করা হয়েছে জানিয়ে জাকারিয়া বলেন, ফোন করে চোর চক্রের কেউ একজন বলেছে, টাকা দিলে মোটরসাইকেল ফেরত দেবে। ফোন নম্বর উল্লেখ করে আমি থানায় জিডি করেছি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, জিডি পেয়েছি। সিসিটিভি ফুটেজ দেখে আমরা চোর শনাক্তের চেষ্টা করব। এ ছাড়া যে বা যারা মোবাইল ফোনে কল করে মোটরসাইকেল ফেরত দেয়ার কথা বলে টাকা দাবি করেছে, আমরা সেটিও খতিয়ে দেখছি।
ঢাকা এক্সপ্রেস/ এসএ