ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহত এক, আহত-দুই

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩:৫৬, ২১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:০০, ২১ এপ্রিল ২০২৫

পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহত এক, আহত-দুই

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে  তাহের উদ্দিন ( ৫০)নাম এক কৃষক নিহত ও দুইজন আহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল)  সকাল সাড়ে ৬ টায় জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মইশা কান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে।  নিহত তাহের উদ্দিন ওই এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে ও  তিনি জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির যুবদলের সহ- সভাপতি ছিলেন।

নিহতের চাচা আসাদ মিয়া জানান, সকালে নিজের সবজি ক্ষেতে কাজ করতে যান তাহের উদ্দিন।  এ সময় বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া  শুরু হলে জমিতে থাকা পানি সেচ যন্ত্রের ঘরে অবস্থান নেন। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাতে তাহের উদ্দিন ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। এ সময় তাহের উদ্দিন এর সাথে আরও দুজন ছিলেন ।

আহত দুজনের মধ্যে  আল আমিন (৪০) ও হেলাল উদ্দিনকে (৪৫) এলাকাবাসী উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।  হেলাল উদ্দিন এর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য  কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপরদিকে আল আমিন এর অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

 

ঢাকা এক্সপ্রেস/ এসএ 

আরও পড়ুন