শিরোনাম
সাভার প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৮, ২৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:৫১, ২৮ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
সোমবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গেলে বাসের হেলপার আনোয়ারুল ইসলাম (২৬) ঘটনাস্থলেই মারা যান।
এর আগে, রোববার গভীর রাতে একই মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় নিহত হন হৃদয় চন্দ্র দাশ (২০) ও অর্চণা রানী (৩০)। নিহত দুইজনই নেত্রকোনা জেলার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, নওগাঁ থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের বাসটি সকালে গেন্ডা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই প্রাণ হারান হেলপার আনোয়ারুল।
অন্যদিকে, হৃদয় ও অর্চণা ব্যাংকটাউন এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম জানান, পৃথক দুর্ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ ও নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা এক্সপ্রেস/এসএআর