শিরোনাম
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৫:৪৭, ৩০ এপ্রিল ২০২৫
২৫মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ করেন বক্তারা। ছবি: ঢাকা এক্সপ্রেস
এ সময় আলোচক হিসেবে উপস্থিত থেকে ২৫মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মিজানুর রহমান।
এ সময় বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ইনচার্জ মো. আবুল হোসাইন কুতুবীসহ শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলার ছাত্র-যুবক, কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের জনগণ বর্বর হানাদার পাকবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেন। তারই পরিপ্রেক্ষিতে ১৯৭১সালের ১৬ই ডিসেম্বর চুড়ান্ত বিজয় অর্জিত হয়। বিশ্বের মানচিত্রে খোদিত হয় একটা নাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা ও পরবর্তী প্রজন্মের কাছে তা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
ঢাকা এক্সপ্রেস/এনএ