ঢাকা, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

১৮ বৈশাখ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

নড়াইলে ধর্ষণ মামলায় চাচাতো ভাইয়ের যাবজ্জীবন 

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৮:৩৬, ৩০ এপ্রিল ২০২৫

নড়াইলে ধর্ষণ মামলায় চাচাতো ভাইয়ের যাবজ্জীবন 

জেলা ও দায়রা জজ আদালত, নড়াইল। ছবি: ঢাকা এক্সপ্রেস 

নড়াইল সদর উপজেলার বীড়গ্রামে চাচাতো বোন শিশুকন্যা হৃতিকা বৈরাগীকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা মামলায় হৃদয় বৈরাগীকে (২৩) যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। 

দন্ডপ্রাপ্ত হৃদয় বীড়গ্রামের দিলীপ বৈরাগীর ছেলে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। হৃদয় আদালতে উপস্থিত ছিলেন না। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস.এম. আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর দুপুরে বীড়গ্রামের দশরথ বৈরাগীর শিশুকন্যা হৃতিকা চাচাতো ভাই হৃদয়দের বাড়িতে খেলতে যায়। রাতে হৃতিকা বৈরাগী ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজ করেন। 

পরেরদিন দুপুরে স্থানীয় লোকজন ওই গ্রামের পুকুর পাড়ে শিশুটির মরদেহ দেখতে পান। এক পর্যায়ে পরিবারসহ প্রতিবেশিরা জানতে পারেন, হৃদয় বৈরাগী চাচাতো বোন হৃতিকাকে ধর্ষণসহ শ্বাসরোধে হত্যা করে পুকুর পাড়ে ফেলে দেয়। এ ঘটনায় হৃদয়কে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়। 

দীর্ঘ বিচারকার্য পরিচালনা শেষে আদালত এই রায় দেন। 


ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন