শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৮:১২, ৩০ এপ্রিল ২০২৫
মেলায় অংশগ্রহণকারীদের একাংশ। ছবি : ঢাকা এক্সপ্রেস
চাকরি মেলার আয়োজন করে ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। মেলায় জেলার ১০টি বেসরকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ কর। তার মধ্যে সিও, মডার্ণ ফার্মা, ওয়ালটন বাংলাদেশ, এফএনএফ ফার্মা, আয়ান এন্টারপ্রাইজসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান সরাসরি জেলার ৬টি উপজেলা থেকে আগত চাকুরী প্রত্যাশীদের তাদের যোগ্যতা অনুযায়ী আবেদন গ্রহণ করে। পরবর্তীতে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে তাদের মৌখিক বা লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।
ঝিনাইদহ মডার্ণ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক এবিএম জাহাঙ্গীর হোসেন জানান, প্রান্তিক পর্যায়ে এ ধরনের আয়োজন ঝিনাইদহে প্রথম। প্রথমে একটু ছোট করে শুরু হলেও পরবর্তীতে আরো বড় করে আয়োজন হবে আশা করি। প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী সবাই আবেদন করে।
শহরের পাগলাকানাই বাড়ীর প্রার্থী মুশিয়া জামান বলেন, “এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। বার বার এমন আয়োজন হওয়া প্রয়োজন। আমাদের শিক্ষা জীবনে কার কতটুকু যোগ্যতা তা এখানে আসলেই বোঝা যাচ্ছে। যোগ্যতার ছাড়াও আরো কি কি করা প্রয়োজন তা এখান থেকে জানা যাচ্ছে ।”
আরেক প্রার্থী রত্মা খাতুন বলেন, “আসলে অনেক আগেই জেলায় এ ধরনের আয়োজন হওয়া দরকার ছিলো। এখানে উপচে পড়া ভিড় দেখে আমার তাই মনে হচ্ছে।”
মেলার অন্যতম আয়োজক ও ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জুনিয়ার ইন্সিট্রাক্টর (আইটি) মনিরুল ইসলাম বলেন, “এসেট প্রকল্পের একটি প্রজেক্টের আয়োজনে আমাদের আজকের এ চেষ্টা। প্রচুর সাড়া পাচ্ছি। চাকুরি প্রত্যাশীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। ভবিষ্যতে এমন আয়োজন আরো সুন্দর করে করবো বলে আশা রাখি।”
ঢাকা এক্সপ্রেস/এনএ