শিরোনাম
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯:০৯, ৩০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:১৮, ৩০ এপ্রিল ২০২৫
ফমেকে নিজাম উদ্দিনকে দেখতে যান বিএনপি নেতারা। ছবি: ঢাকা এক্সপ্রেস
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে যান কেন্দ্রীয় বিএনপির প্রতিনিধি দল। এ সময় তার হাতে নগদ টাকা তুলে দেন নেতারা। পরে বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়ার জন্য তাকে একটি অ্যাম্বুলেন্সে তুলে দেয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। ২০১৪ সালে মহেশপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভোজের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় পণ্ড হয়ে যায়। রান্না করা খিচুড়ি নষ্ট করা দেখে ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করেন নিজাম। এরপর থেকে শুধু রুটি-কলা খেয়ে বেঁচে আছেন।
পরিবারিক সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের পর থেকে শারিরিক অবস্থার অবনতি হয় নিজাম উদ্দিনের। সোমবার (২৮ এপ্রিল) বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, নিজাম উদ্দিনের অসুস্থতার খবর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হয় বলে দলের নেতাকর্মীরা জানান। পরে তার নির্দেশে ফরিদপুর মেডিকেলে ছুটে আসেন কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ প্রতিনিধি দল। তারা নিজাম উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
হাসপাতালে চিকিৎসাধীন নিজাম উদ্দিন মন্ডল বলেন, “আমি আমার প্রতিজ্ঞা ভাঙবো না। যতোদিন বিএনপি ক্ষমতায় না আসবে ততোদিন আমি যদি মরেও যাই, তাও ভাত খাবো না। এ ছাড়া, আমার কোনো কিছু চাওয়া-পাওয়ার নেই।”
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ইনচার্জ ডা. দেবব্রত জানান, নিজাম উদ্দিন মন্ডলের ফুসফুসে ক্ষত দেখা দিয়েছে। এটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখে বলা যাবে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কি-না। এজন্য তার উন্নত চিকিৎসা প্রয়োজন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, “নিজাম উদ্দিন বিএনপির একজন সমর্থক। তার যে পণ এবং দলের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। তার অসুস্থতার বিষয়টি তারেক রহমানের দৃষ্টিগোচর হয় এবং রাতেই আমাদের ফোন করে খোঁজ নেয়ার কথা জানান। পরে আমরা এখানকার চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি, তিনি দূরারোগ্য রোগে আক্রান্ত। তার এমন কিছু পরীক্ষা-নিরীক্ষা দরকার যা পিজি হাসপাতালে রয়েছে। তার চিকিৎসার যাবতীয় খরচ বিএনপি বহন করবে। তারেক রহমার নিজাম উদ্দিনের জন্য দোয়া চেয়েছেন।
ঢাকা এক্সপ্রেস/এনএ