শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩:২০, ১৫ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত
ভারতীয় গণমাধ্যম জানায়, মুক্তির পর থেকেই ‘ধূমকেতু’ নিয়ে দর্শক মহলে তুমুল আলোচনা চলছে। প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড় এবং সোশ্যাল মিডিয়ায় ছবির প্রশংসা—সব মিলিয়ে ছবিটি যেন উৎসবে পরিণত হয়েছে।
সাফল্যের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন দেব ও শুভশ্রী দুজনেই। শুভশ্রী একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বক্স অফিস শুধু কথা বলছে না, রীতিমতো গর্জন করছে। এই গর্জন উত্তরোত্তর বেড়েই চলেছে।’
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘দর্শকদের ভালোবাসা, আবেগ, অপেক্ষার একটি সংখ্যারূপ মাত্র। সারা বাংলা জুড়ে আমাদের ছবি নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা আমাকে সত্যিই আনন্দ দিচ্ছে।’
আগামী ১৫, ১৬ ও ১৭ আগস্ট টানা তিন দিনের ছুটি থাকায় ‘ধূমকেতু’র আয় আরো কয়েকগুণ বাড়বে বলে আশা করা হচ্ছে। দীর্ঘ ছুটির কারণে প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় বৃদ্ধি পাবে, যা ছবির সাফল্যে নতুন মাত্রা যোগ করবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে