শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:১৫, ১৬ আগস্ট ২০২৫ | আপডেট: ১১:২৫, ১৬ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গে রেকর্ড গড়েছে দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’। এ ছবির মাধ্যমে ১০ বছর পর পর্দায় ফিরেছে এ জুটি।
ছবিটিও প্রায় ১০ বছর পুরোনো। তবে দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তনে আগ্রহের পারদ তুঙ্গে। প্রথম দিনে ছবিটি দুই কোটি রুপির বেশি আয় করেছে, যা পশ্চিমবঙ্গের ছবির ক্ষেত্রে সর্বোচ্চ। শুক্রবার (১৫ আগস্ট) সব শো হাউসফুল গেছে বলে জানিয়েছেন দেব।
এদিকে ‘ওয়ার ২’ দিয়ে প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন হৃতিক রোশান ও দক্ষিণ ভারতীয় তারকা জুনিয়র এনটিআর। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি হিসেবে এটি ঘিরেও দর্শকের আগ্রহ প্রবল।
প্রথম দিনে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৮০ কোটি রুপি। এর মধ্যে ভারতে ৫১ কোটি, যা ‘ওয়ার’ (২০১৯)-এর চেয়ে দুই কোটি কম। ছবিতে আরো আছেন কিয়ারা আদভানি, আশুতোষ রানা প্রমুখ।
অন্যদিকে ‘কুলি’র কেন্দ্রীয় চরিত্রে আছেন রজনীকান্ত। এটি তার চলচ্চিত্র জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে ট্রিবিউট হিসেবে মুক্তি দেওয়া হয়েছে। প্রথম দিনে ছবিটির বিশ্বব্যাপী আয় ১৫১ কোটি রুপি। যা তামিল ছবির ইতিহাসে সর্বোচ্চ।
দ্বিতীয় দিনেও ছবিটি ঘিরে দর্শকের আগ্রহ বেশ। ছবিটিতে আরো আছেন নাগার্জুনা, আমির খান, শ্রুতি হাসান, উপেন্দ্র প্রমুখ।
ঢাকা এক্সপ্রেস/আরই