ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

৪ ভাদ্র ১৪৩২, ২৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
জুলাই সনদের কিছু দফায় বিএনপির আপত্তি, জানালেন সালাহউদ্দিন আহমদ
Scroll
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ: মাইকেল মিলার
Scroll
সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের অবস্থান, আইন উপদেষ্টার পদত্যাগ দাবি
Scroll
ফেব্রুয়ারিতে নির্বাচন, তারপর আমরা বিদায় নেব: আইন উপদেষ্টা আসিফ নজরুল
Scroll
জুলাইয়ে ৪৩৩টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত: রোড সেফটি ফাউন্ডেশন
Scroll
সাত জেলায় ঝড়ের আভাস, কমবে ঢাকার তাপমাত্রা
Scroll
বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের ভিডিও ভাইরাল, তদন্তে বাংলাদেশ ব্যাংক
Scroll
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক আয়োজনে উদ্যোগী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Scroll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬২ হাজার ছাড়ালো
Scroll
যুক্তরাষ্ট্রে ছয় হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল
Scroll
বিশ্বকাপে ব্রাজিল দলে ফিরছেন নেইমার, বাদ পড়ছেন ভিনিসিয়ুস
Scroll
আজ চলচ্চিত্রকার, সাহিত্যিক ও সাংবাদিক জহির রায়হানের ৯১তম জন্মবার্ষিকী
Scroll
‘থ্রি ইডিয়টস’র অধ্যাপক অভিনেতা অচ্যুত পোতদার আর নেই

কারো আর্থিক প্রয়োজন, কারো শারীরিক: কঙ্গনা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:১৮, ১৬ আগস্ট ২০২৫ | আপডেট: ১১:৫০, ১৬ আগস্ট ২০২৫

কারো আর্থিক প্রয়োজন, কারো শারীরিক: কঙ্গনা

ছবি: সংগৃহীত

কঙ্গনা রানাউত ঠোঁটকাটা বলিউড অভিনেত্রী হিসেবে পরিচিত। মাঝে মধ্যেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের কাছে সমালোচনার খোরাক হন। এবার প্রেম ও সম্পর্ক নিয়ে মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে জড়িত কঙ্গনা রানাউত। বর্তমানে তিনি বিজেপির সংসদ সদস্য। কিন্তু ব্যক্তিগতজীবন নিয়ে খবরে আসেন না অভিনেত্রী। দীর্ঘদিন একাকী থেকে গেছেন তিনি। কোনো সম্পর্কে জড়াননি। বিয়ের প্রসঙ্গেও কিছু বলেননি কঙ্গনা রানাউত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কখনো কি সঙ্গী খুঁজতে ডেটিং অ্যাপে ঢুঁ মেরেছেন কঙ্গনা রানাউত— এমন প্রশ্নের জবাব দিয়েছেন অভিনেত্রী। যদিও আজকাল সঙ্গীর খোঁজে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খোলেন অনেকেই। কিন্তু কঙ্গনার কোনো ভরসা নেই এ ধরনের অ্যাপে।

বরং ডেটিং অ্যাপের কথা শুনেই ফুঁসে উঠেন অভিনেত্রী। এমনকি ডেটিং অ্যাপকে নর্দমার সঙ্গেও তুলনা করেন তিনি।

কঙ্গনা বলেন, আমি কখনো ডেটিং অ্যাপে থাকতে চাইনি। এটা হলো সমাজের নর্দমার মতো। এদের প্রত্যেকের জীবনেই কিছু প্রয়োজন রয়েছে। কারো আর্থিক প্রয়োজন, আবার কারো শারীরিক প্রয়োজন।

বর্তমান যুগের সম্পর্ক নিয়েও হতাশ অভিনেত্রী বলেন, আজকের যুগে নারী ও পুরুষ উভয়েরই কিছু না কিছু প্রয়োজন রয়েছে। সেই প্রয়োজনগুলো বোঝা যাবে কীভাবে? সেটাই আমার প্রশ্ন। সুস্থ ও ভদ্রভাবে সম্পর্ক তৈরি করা উচিত, নাকি রোজ রাতে সঙ্গী খুঁজতে বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার মতো অসভ্যতা করা উচিত? এই হলো আজকের যুগের সম্পর্কের ধরন, যেটি খুবই ভয়ানক বলে জানান অভিনেত্রী।

কঙ্গনা রানাউত বলেন, যারা ডেটিং অ্যাপ ব্যবহার করেন, তাদের সঙ্গে কথা বলতেও ঘেন্না লাগে। এতে দ্বিমত পোষণ করেন সঞ্চালক। সঙ্গে সঙ্গে অভিনেত্রী বলেন, আপনি আসলে কটাক্ষের ভয়ে নিজের মতপ্রকাশ করতে পারছেন না। নিজের ভাইবোনের ব্যাপারেও কি আপনি এমনই ভাবনা রাখেন?

তিনি বলেন, আমার মনে হয় না, সাধারণ কোনো মানুষ এ ধরনের ডেটিং অ্যাপকে সমর্থন করবেন। যাদের জীবনে আত্মবিশ্বাসের অভাব রয়েছে, তারা ওইসব অ্যাপ ব্যবহার করেন।

শিক্ষাক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে আদর্শ সম্পর্ক তৈরি হওয়ার মাধ্যম বন্ধন তৈরি করা সম্ভব বলে মনে করেন কঙ্গনা রানাউত। তিনি বলেন, অফিসে বা কলেজে আপনি ভালো মানুষ খুঁজে পেতে পারেন। অথবা আপনার বাবা-মাও ভালো সঙ্গী খুঁজে দিতে পারেন।

অভিনেত্রী বলেন, আমার মতো কাউকে ডেটিং অ্যাপে আপনি খুঁজে পাবেন না। যত রাজ্যের অপদার্থ লোকজনকে খুঁজে পাবেন, যারা জীবনে কিছুই করে উঠতে পারেননি। অফিসে বা কলেজে আপনি খুঁজে পাননি। বাবা-মাও কাউকে খুঁজে দিতে পারেননি। তাই আপনি ডেটিং অ্যাপ ব্যবহার করছেন। নিজের চরিত্র কতটা খারাপ, আপনি নিজেই ভাবুন বলে জানান কঙ্গনা।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন