ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

৪ ভাদ্র ১৪৩২, ২৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
জুলাই সনদের কিছু দফায় বিএনপির আপত্তি, জানালেন সালাহউদ্দিন আহমদ
Scroll
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ: মাইকেল মিলার
Scroll
সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের অবস্থান, আইন উপদেষ্টার পদত্যাগ দাবি
Scroll
ফেব্রুয়ারিতে নির্বাচন, তারপর আমরা বিদায় নেব: আইন উপদেষ্টা আসিফ নজরুল
Scroll
জুলাইয়ে ৪৩৩টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত: রোড সেফটি ফাউন্ডেশন
Scroll
সাত জেলায় ঝড়ের আভাস, কমবে ঢাকার তাপমাত্রা
Scroll
বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের ভিডিও ভাইরাল, তদন্তে বাংলাদেশ ব্যাংক
Scroll
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক আয়োজনে উদ্যোগী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Scroll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬২ হাজার ছাড়ালো
Scroll
যুক্তরাষ্ট্রে ছয় হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল
Scroll
বিশ্বকাপে ব্রাজিল দলে ফিরছেন নেইমার, বাদ পড়ছেন ভিনিসিয়ুস
Scroll
আজ চলচ্চিত্রকার, সাহিত্যিক ও সাংবাদিক জহির রায়হানের ৯১তম জন্মবার্ষিকী
Scroll
‘থ্রি ইডিয়টস’র অধ্যাপক অভিনেতা অচ্যুত পোতদার আর নেই

অস্বস্তিকর চুম্বনের দৃশ্য নিয়ে কী বললেন ‘গেম অব থ্রোনস’ তারকা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩:৫০, ১৬ আগস্ট ২০২৫

অস্বস্তিকর চুম্বনের দৃশ্য নিয়ে কী বললেন ‘গেম অব থ্রোনস’ তারকা

ছবি: সংগৃহীত

‘গেম অব থ্রোনস’ তারকা সোফি টার্নার সম্প্রতি জানিয়েছেন, নতুন হরর সিনেমা ‘দ্য ড্রেডফুল’-এ সহ-অভিনেতা কিট হ্যারিংটনের সঙ্গে চুম্বনের দৃশ্য শুট করা ছিল তার জীবনের অন্যতম অস্বস্তিকর অভিজ্ঞতা। দৃশ্যটিকে ‘বীভৎস’ বলেও উল্লেখ করেন তিনি।

গত বৃহস্পতিবার মার্কিন টকশো ‘লেট নাইট উইথ সেথ মায়ার্স’-এ হাজির হয়ে সোফি বলেন, সিনেমাটির প্রযোজক ও প্রধান অভিনেত্রী হিসেবে তিনি নিজেই পরিচালক-চিত্রনাট্যকার নাটাশা কারমানিকে কিট হ্যারিংটনের নাম প্রস্তাব করেছিলেন। তার ভাষায়, ‘আমার কাছে কিটই ছিল নিখুঁত পছন্দ।’

চুম্বনের দৃশ্য নিয়ে এমনিতে সোফির সমস্যা নেই। তবে সমস্যার সূত্রপাত হয় অন্য জায়গায়। আট মৌসুমজুড়ে ‘গেম অব থ্রোনস’-এ তারা অভিনয় করেছেন ভাইবোন— সানসা স্টার্ক আর জন স্নোর চরিত্রে। সিরিজটি ২০১৯ সালে শেষ হলেও, তাদের মধ্যে সেই ভাইবোনসুলভ সম্পর্ক আজও অটুট।

সোফি জানান, কিট চিত্রনাট্য হাতে পেয়েই তাকে মেসেজ করেছিলেন, ‘হ্যাঁ, আমি করতে চাই, কিন্তু ব্যাপারটা ভীষণ অদ্ভুত হবে।’ প্রথমে কিছুই বুঝতে না পেরে পরে তিনি চোখ রাখেন চিত্রনাট্যে— যেখানে চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যের কথা লেখা ছিল। সোফি বলেন তখনই মনে হয়, ‘ওহ, এ তো আমার ভাই!’

তবু চিত্রনাট্য এতটাই শক্তিশালী ছিল যে তারা দুজনেই রাজি হয়ে যান। কিন্তু শুটিং সেটে গিয়ে প্রথম চুম্বনের দৃশ্যের সময় দুজনেরই অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। সোফির কথায়, ‘আমাদের দুজনেরই বমি পাচ্ছিল। সত্যিই এটা ভীষণ বীভৎস ছিল। সবচেয়ে বাজে অভিজ্ঞতা।’

১৫শ শতকের প্রেক্ষাপটে নির্মিত ‘দ্য ড্রেডফুল’ ছবিতে দেখা যায় অ্যান (সোফি টার্নার) ও তার শাশুড়ি মোরউইন একসঙ্গে থাকেন। হঠাৎ তাদের অতীতের এক ব্যক্তি ফিরে আসে, আর সেখান থেকেই অ্যানের জীবনে নেমে আসে বিপর্যয়। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন মার্সিয়া গে হার্ডেন, লরেন্স ও’ফুয়ারাইন ও জোনাথন হাওয়ার্ড। এখনো ছবির মুক্তির তারিখ ঘোষণা হয়নি।

সিনেমায় চুম্বনের দৃশ্য ছাড়াও সোফি টার্নার সম্প্রতি জানিয়েছেন, অনিচ্ছাকৃতভাবেই তিনি এক জনপ্রিয় তারকা জুটির সম্পর্ক ভেঙে দিয়েছিলেন— শুধু একটি হাত নাড়ানোর কারণে!

মজার ছলেই বলেন, ‘আমি তো জানতামই না যে আমার হাতে এত ক্ষমতা আছে!’

ঘটনাটি ঘটেছিল সান ডিয়েগো কমিক-কনের এক পার্টির পর। সেদিন তার এক শৈশব বন্ধু প্রিয় অভিনেতাকে দেখে রোমাঞ্চিত হয়ে সোফিকে অনুরোধ করেন দূর থেকে অন্তত একবার ‘হাই’ বলার জন্য। বন্ধুর খাতিরে সোফি সামান্য হাত নাড়িয়ে অভিবাদন জানান। সেটুকুই যথেষ্ট ছিল ঝড় তোলার জন্য।

সোফির ভাষায়, ‘এরপরই দেখি এক অভিনেত্রী আমার দিকে কটমট করে তাকাচ্ছেন। আমি ভেবেছিলাম তাকে গিয়ে বলব, আমি তার কাজ কতটা ভালোবাসি। তাই নেচে নেচে গেলাম তার দিকে। গিয়ে শুনলাম, তিনি বলছেন— তুমি কি আমার বাগদত্তার সঙ্গে ফ্লার্ট করা বন্ধ করতে পারবে?

সোফি বিস্মিত হয়ে জানতে চান, কার কথা বলছেন তিনি। সেই অভিনেত্রী ইশারায় এক অভিনেতাকে দেখান। ‘আমি তখনো জানতামই না লোকটা কে’, বলেন সোফি।

তবে রাতেই সেই অভিনেতা-অভিনেত্রী জুটি তাদের বাগদান ভেঙে দেন। ‘একটা হাত নাড়ানোর কারণে এমনটা হলো! সত্যিই আমি জানতাম না আমার হাতে এত ক্ষমতা আছে’, হেসে বলেন সোফি টার্নার।

তবে কারা ছিলেন সেই রহস্যময় তারকা জুটি— তা খোলাসা করেননি এই হলিউড অভিনেত্রী। তার মতে, নাম প্রকাশ করলে তিনি ‘বিপদে পড়বেন।’

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন