ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

১৫ শ্রাবণ ১৪৩২, ০৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
সাইবার হামলার শঙ্কা: সতর্কতা জারি করল বাংলাদেশ ব্যাংক
Scroll
৩৯ আসনের সীমানায় পরিবর্তন: গাজীপুরে বেড়েছে, বাগেরহাটে কমেছে
Scroll
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: দণ্ডাদেশের রায় বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক খালাস
Scroll
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড
Scroll
রংপুরে গঙ্গাচড়ায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
Scroll
রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
Scroll
রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার
Scroll
রাশিয়ায় আট দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামির সতর্কতা
Scroll
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য; কিছু শর্ত জুড়ে দিয়ে কিয়ার স্টারমারের ঘোষণা
Scroll
উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল নারী দল

শামিকে নিয়ে নতুন করে যা বললেন প্রাক্তন স্ত্রী হাসিন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:১৬, ৭ জুলাই ২০২৫ | আপডেট: ১৩:৩৭, ৭ জুলাই ২০২৫

শামিকে নিয়ে নতুন করে যা বললেন প্রাক্তন স্ত্রী হাসিন

ছবি: সংগৃহীত

ভারতের তারকা পেসার মহম্মদ শামি এবং তার প্রাক্তন স্ত্রী মডেল হাসিন জাহান ফের শিরোনামে উঠে এসেছেন। গত ছয়-সাত বছর দুজনের মধ্যে আইনি লড়াই চলছে। হাসিন জাহান তার মেয়ের ভবিষ্যৎ আর নিজের অধিকার রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। 

সম্প্রতি কলকাতা হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়ে শামিকে নির্দেশ দিয়েছেন, প্রতি মাসে হাসিন জাহান ও তাদের মেয়েকে মোট চার লাখ টাকা ভরণপোষণ হিসেবে দিতে। 

এই রায়ের পর থেকেই দুজনকে নিয়ে আবার চর্চা শুরু হয়েছে। আদালতের নির্দেশের পর সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হাসিন জাহানের দুটি পোস্ট নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

হাসিনের স্পষ্ট দাবি, মাসে চার লাখ টাকা জীবনধারণের জন্য যথেষ্ট নয়। কম করে ১০ লাখ প্রয়োজন। এরইমধ্যে হাসিনের বয়স নিয়ে শুরু হয়েছে আলোচনা। যা ঘিরে আবারো মন্তব্য করেন হাসিন।

নতুন করে বিতর্ক এখন হাসিন জাহানের বয়সকে ঘিরে। যেখানে ইন্টারনেট বলছে, হাসিনের বয়স ৪৫ বছর, আর শামির বয়স মাত্র ৩৪। আর তাতেই খেপেছেন কলকাতা নিবাসী এই মডেল। তার অভিযোগ, এই বয়সের কারচুপির পিছনেও নাকি রয়েছে শামিরই হাত।

হাসিন সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে লেখেন, এক কুকর্মি, যে নিজে বউয়ের থেকে বয়সে দুই বছরের বড়। কিন্তু সেই কুকর্মি নকল নথি বানিয়ে আট বছর বয়স কমিয়ে রেখেছে। আর সেই বউ যখন ওর কুকর্ম লোকের সামনে আনতে শুরু করল, আর সেই কুকর্মি বলতে শুরু করল, দেখো আমার থেকে বয়সে বড়, তাও আমি বিয়ে করেছি। তোর বাড়িতে, তোর পরিবারে ইতিমধ্যেই যখন এত সুন্দরী মেয়ে ছিল, তাহলে তুই কেন বিয়ে করলি?

এখানেই থেমে না থেকে হাসিন তার পোস্টের ক্যাপশনে আরো লেখেন, বউয়ের এসবে কিছুই যায় আসে না। বউ বুড়ি হোক বা কচি, খরচ তোকেই ওঠাতে হবে। আমি তো বলছি, তুই কেঁদে কেঁদে গোটা দুনিয়াকে বল, তোর ভাবি কত ছোট, আর তোর বউয়ের বয়স ৮০ বছর। এসব কথায় কিছু যায় আসে না। তুই-ই অপমানিত হবি, আর হচ্ছিসও।

আদালতের পক্ষ থেকে ভরণপোষণ দেওয়ার নির্দেশ আসার পর হাসিন সংবাদমাধ্যমের কাছে মুখ খুলে বলেন, বিয়ের আগে আমি মডেলিং এবং অভিনয় করতাম। শামি আমাকে আমার পেশা ছেড়ে দিতে বাধ্য করেছিল। সে চেয়েছিল আমি কেবল গৃহিণীর জীবনযাপন করি। আমি শামিকে এত ভালোবাসতাম, আমি আনন্দের সঙ্গে এটি মেনে নিয়েছি। কিন্তু এখন আমার নিজের কোনো আয় নেই। আমাদের ভরণপোষণের সমস্ত দায়িত্ব শামিকে নিতেই হবে।

মডেল হাসিন জাহান একটা সময় আইপিএলে চিয়ারলিডার হিসেবেও কাজ করেছেন। সেই সূত্রেই আলাপ দুজনের। এরপর শামি আর হাসিনের বিয়ে হয় ২০১৪ সালে। ২০১৮ থেকে দুজনে আলাদা থাকেন। তবে তাদের এখনো আইনত ডিভোর্স হয়নি।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন