ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

১৫ শ্রাবণ ১৪৩২, ০৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
সাইবার হামলার শঙ্কা: সতর্কতা জারি করল বাংলাদেশ ব্যাংক
Scroll
৩৯ আসনের সীমানায় পরিবর্তন: গাজীপুরে বেড়েছে, বাগেরহাটে কমেছে
Scroll
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: দণ্ডাদেশের রায় বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক খালাস
Scroll
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড
Scroll
রংপুরে গঙ্গাচড়ায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
Scroll
রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
Scroll
রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার
Scroll
রাশিয়ায় আট দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামির সতর্কতা
Scroll
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য; কিছু শর্ত জুড়ে দিয়ে কিয়ার স্টারমারের ঘোষণা
Scroll
উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল নারী দল

কানাডার বেগমপাড়ার গল্প ইউটিউবে

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৮, ৭ জুলাই ২০২৫

কানাডার বেগমপাড়ার গল্প ইউটিউবে

ছবি: সংগৃহীত

কানাডায় বেগমপাড়ায় বসবাসরত বিলাসী জীবনযাপন করা পাঁচটি পরিবারের গল্প নিয়ে তৈরি হয়েছে টেলিফিল্ম ‘বেগমপাড়া’। রবিবার ( ৬ জুলাই) টেলিফিল্মটি বেলা তিনটায় আরটিভির ইউটিউব চ্যানেল আরটিভি ড্রামায় মুক্তি পেয়েছে। প্রায় ৫৬ মিনিট দৈর্ঘ্যের টেলিফিল্মটি মুক্তির পর দুই ঘণ্টায় ভিউ হয়েছে প্রায় চার হাজার।

ওয়েব ফিল্মটি বানিয়েছেন অভিনেতা ও নির্মাতা কামাল হোসেন। তিনি জানান, কানাডায় তিনি দীর্ঘ সময় ধরে থাকেন। এই সময়ে দেশের একশ্রেণির মানুষের জীবন তাকে খুবই কৌতূহলী করে তোলে। তারা কানাডার বেগমপাড়ায় থাকেন। যারা অবৈধ আয়ে সমাজে একটা বিভেদ তৈরি করেছেন।

এর আগে এক সাক্ষাৎকারে নির্মাতা কামাল হোসেন সংবাদমাধ্যমকে বলেছিলেন, এই বেগমপাড়ায় যারা থাকেন, তাদের শতকোটি টাকার সম্পদ রয়েছে। দামি গাড়ি, বাড়ি, পার্টিতে এরা মাতোয়ারা। যাদের কোনোভাবেই বাঙালি বলে মনে হয় না। ব্যয়বহুল জীবন যাপন করেন। অথচ এই মানুষেরা কেউ বাংলাদেশে রাজনীতি করেন, কেউ হুন্ডি ব্যবসা করেন, কেউ অসৎ উপায়ে দেশ থেকে টাকা পাচারের সঙ্গে জড়িত। এমন অনেকে আছেন, যারা দেশের ক্ষতি করে টাকা পাঠিয়েছেন। এটা আমরা সবাই জানি। তাদের গল্পটিই ওয়েবে উঠে এসেছে।

এই টেলিফিল্মে বাংলাদেশের রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ পাঁচ শ্রেণির মানুষের পরিবারের গল্প তুলে ধরা হয়েছে। যারা দেশে থেকে বিপুল টাকা অবৈধ পথে আয় করেছেন। সেই টাকায় স্ত্রী-সন্তানেরা যা ইচ্ছা, তা–ই করছেন কানাডায়— এমনটাই জানিয়েছিলেন কামাল হোসেন।

এই নির্মাতা আরো বলেন, এমনও পরিবার দেখেছি, যারা বেগমপাড়ায় ঘণ্টায় ঘণ্টায় পার্টির আয়োজন করে। কেউ স্ট্যাটাস মেনটেইন করার জন্য কোটি টাকা খরচ করছেন। এগুলো আমাদের চোখে অসামঞ্জস্যভাবে ধরা দেয়। কিন্তু দিনে শেষে অবৈধ পথে আয় করা অর্থে, লুটের সম্পদে জীবনযাপনের পরিণতি কী হয়, সেটিও আমাদের দেখা আছে। সেই গল্পই আমি ফিকশন আকারে দেখাচ্ছি।

বাংলাদেশ ও কানাডার প্রবাসী অভিনয়শিল্পীরা এখানে অভিনয় করেছেন। কলাকুশলী টিমও ছিল বাংলাদেশের। এখানে অভিনয় করেছেন আফরান আহমেদ, আসিফ নাসারি, উনাইশা নায়ির, ইশরাত জাহান, নায়মা ফেরদৌসী, ইফফাত শারমিন প্রমুখ।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন