ঢাকা, শুক্রবার, ০৯ মে ২০২৫

২৫ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:১৭, ৩০ জানুয়ারি ২০২৫ | আপডেট: ২৩:১৮, ৩০ জানুয়ারি ২০২৫

শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৯তম আসরের পর্দা নামছে শুক্রবার। স্টল ও প্যাভিলিয়ন মালিকদের মেলার সময় বাড়ানোর দাবি মেনে নেয়নি ইপিবি ও বাণিজ্য মন্ত্রণালয়। ফলে নির্ধারিত দিনেই শেষ হচ্ছে বাণিজ্যমেলা।

মেলার সময় না বাড়ানোয় লোকসানের আশঙ্কা করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে বৃহৎ কোম্পানিগুলো প্রদর্শনীতে সফল হয়েছে। আগের বছরগুলোর তুলনায় চলতি বছরের বাণিজ্যমেলায় দর্শনার্থীর উপস্থিতি ছিল দেখার মতো।

শেষ সময়ে এসে বাণিজ্যমেলায় বেড়েছে দর্শনার্থীর ভিড়। বেড়েছে বিক্রিও। পণ্যে ছাড়ও দিচ্ছেন বিক্রেতারা। তবে মেলায় পাওয়া মালামালে তেমন সন্তুষ্ট নন ক্রেতারা। মেলায় ঘুরতে আসা গৃহিণী আফসানা নিশাত বলেন, ‘মেলায় যেসব পণ্য আছে এসব আমাদের কালিগঞ্জ মার্কেটে পাওয়া যায়। মেলায় নতুনত্ব নেই বললেই চলে। ’

মেলার আয়োজন আর পণ্য নিয়ে দর্শনার্থীদের মাঝেও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ অভিযোগ করেছেন, আবার কেউ কেউ সন্তোষ প্রকাশ করেছেন।

মেলায় আসা নরসিংদীর পলাশ এলাকার ব্যবসায়ী মামুন মিয়া বলেন, ‘মেলায় বিদেশি দর্শনার্থীদের আনাগোনা থাকা দরকার। দুদিন মেলায় এলাম একদিনও বিদেশি দর্শনার্থী চোখে পড়েনি।’

মেলা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, মেলায় বিক্রিত পণ্যের ওপর ভ্যাট আরোপিত থাকায় খরচ বেড়েছে। তাছাড়া স্টলগুলো প্রকৃত ব্যবসায়ীদের হাতে থাকে না। ফলে হাত বদল করে স্টল নিতে গিয়ে দাম পড়েছে বেশি।

আরও পড়ুন