শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯:৫৭, ৬ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
পহেলগাম হামলার পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে গুজরাট পুলিশ। প্রায় দুই মাস ধরে চলে ওই তল্লাশি অভিযান।
গুজরাট পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ভারতীয় বিমান বাহিনীর একটি এয়ারবাস উড়োজাহাজ ভাদোদরার বিমানঘাঁটি থেকে এসব বাংলাদেশি নাগরিক ও কিছু সন্দেহভাজন অভিবাসীকে সীমান্তবর্তী রাজ্যগুলোতে পৌঁছে দিয়েছে।
এ বিষয়ে গুজরাট পুলিশ এখনও বিস্তারিত তালিকা প্রকাশ করেননি। ওই কর্মকর্তা বলেছেন, পশ্চিমবঙ্গসহ কয়েকটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে এসব ব্যক্তিদের পাঠানো হয়েছে। এসব অভিবাসীকে গুজরাটে অস্থায়ী হেফাজত কেন্দ্রগুলোতে আটকে রাখা হয়েছিল। সেখান থেকে তাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভাদোদরার বিমানঘাঁটিতে নিয়ে আসা হয়। গুজরাট অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস) নিরাপত্তা ব্যবস্থা তদারক করে।
ওই কর্মকর্তা জানান, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয় আটকের পরপরই। গুজরাট পুলিশ বিদেশি নাগরিকদের নিবন্ধন দফতর (এফআরআরও) ও সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর সঙ্গে সমন্বয় করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, এদের উত্তর-পূর্ব ভারতের বাংলাদেশ-সংলগ্ন রাজ্যগুলোতে নামিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে বিএসএফ তাদের ফেরত পাঠাবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে