ঢাকা, শনিবার, ০২ আগস্ট ২০২৫

১৮ শ্রাবণ ১৪৩২, ০৭ সফর ১৪৪৭

ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে কূটনৈতিক সাফল্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৩৪, ১ আগস্ট ২০২৫

ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে কূটনৈতিক সাফল্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্কহার ২০ শতাংশে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। একাধিক দফায় আলোচনার পর অবশেষে শুক্রবার (১ আগস্ট) বাংলাদেশ সময় অনুযায়ী এই সিদ্ধান্ত ঘোষণা করে হোয়াইট হাউস।

শুল্কহার হ্রাসকে বাংলাদেশ সরকারের এক ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন’ হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য আমি বাংলাদেশের শুল্ক আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানাই। এটি আমাদের অর্থনৈতিক কৌশল এবং কূটনৈতিক সক্রিয়তার বাস্তব উদাহরণ।’

বিবৃতিতে আরো বলা হয়, শুল্কহার প্রত্যাশার তুলনায় ১৭ পয়েন্ট কমিয়ে আনা সম্ভব হয়েছে, যা প্রমাণ করে আলোচক দলের দক্ষ কৌশল এবং জাতীয় অর্থনৈতিক স্বার্থ রক্ষায় তাদের অঙ্গীকার কতটা দৃঢ়।

বলা হয়, এই চুক্তি অর্জনের পেছনে রয়েছে টানা পরিশ্রম ও ধৈর্যের ফল। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জটিল আলোচনার ধাপে ধাপে এগিয়ে গিয়েই এই সাফল্য এসেছে। এর ফলে বাংলাদেশের তুলনামূলক বাণিজ্য সুবিধা রক্ষিত হয়েছে, মার্কিন বাজারে প্রবেশের সুযোগ আরো প্রশস্ত হয়েছে এবং জাতীয় স্বার্থ বজায় রাখা সম্ভব হয়েছে।

ড. ইউনূস আরো বলেন, ‘এই অর্জন বাংলাদেশের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও ক্রমবর্ধমান গুরুত্বকে প্রতিফলিত করে। এটি নতুন অর্থনৈতিক সুযোগের দুয়ার খুলে দিচ্ছে, যা আমাদের দ্রুত প্রবৃদ্ধি এবং টেকসই উন্নয়নের পথে আরো এগিয়ে নেবে।’

তিনি বলেন, ‘আজকের এই অর্জন আমাদের জাতিগত অঙ্গীকার, অর্থনৈতিক সাহস এবং ভবিষ্যতের প্রতি বিশ্বাসের এক উজ্জ্বল উদাহরণ।’

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন