শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫২, ২৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:১৬, ২৭ এপ্রিল ২০২৫
ছবিঃ সংগৃহীত
আদাবর থানার উপপরিদর্শক (এসআই) কমল চন্দ্র ধর জানান, মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে।
নিহতের চাচা জানান, রাত ১১টার দিকে ভাতিজির মৃত্যুর খবর পান তিনি। খবর পাওয়ার পরপরই ছুটে যান সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।
উল্লেখ্য, ভুক্তভোগী ছাত্রীর মা জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে তার স্বামী শহীদ হন। পরে ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এরপর স্বামীর মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়।
মা আরও জানান, ১৮ মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত করে নানাবাড়িতে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয় তার মেয়ে। ধর্ষণের সময় অভিযুক্তরা মেয়েটির নগ্ন ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় এবং ঘটনাটি গোপন রাখতে চাপ দেয়। পরে পরিবার সিদ্ধান্ত নিয়ে ২০ মার্চ থানায় অভিযোগ করে, যা সন্ধ্যায় মামলা হিসেবে গ্রহণ করা হয়।
মামলার এজাহারে উপজেলার একটি ইউনিয়নের দুজনের নাম উল্লেখ করা হয়। মামলা দায়েরের পরপরই এক অভিযুক্ত কিশোর (১৭)–কে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আরেক অভিযুক্তকেও পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে আটক করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাদের যশোর শিশু সংশোধনাগারে পাঠানো হয়।
ঢাকা এক্সপ্রেস/ বিডি