ঢাকা, রোববার, ২৭ এপ্রিল ২০২৫

১৪ বৈশাখ ১৪৩২, ২৮ শাওয়াল ১৪৪৬

নির্বাচনের সম্ভাব্য সময়সূচী ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৪৩, ২৭ এপ্রিল ২০২৫

নির্বাচনের সম্ভাব্য সময়সূচী ঘোষণা 

ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম জানিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি, এই সময়ের মধ্যেই চলমান সংস্কার কার্যক্রমও সম্পন্ন করা হবে।

শনিবার (২৬ এপ্রিল) রোমের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। বিকেল সাড়ে পাঁচটায় শুরু হওয়া এ সম্মেলনে তিনি আরো জানান, প্রধান উপদেষ্টা একাধিকবার পরিষ্কারভাবে বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। ড. মুহাম্মদ ইউনূসও জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ বিষয়ে পরিষ্কার বার্তা দিয়েছেন।

প্রেস সচিব বলেন, কোনো রাজনৈতিক দল নির্বাচন সম্পর্কে কী বলল, তা সরকারের দেখার বিষয় নয়। সংস্কার কাজ শেষ হলেই এবং জুলাই চার্টার চূড়ান্ত হওয়ার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আমরা অত্যন্ত সচেতন আছি এবং অপ্রয়োজনীয় কারণে একদিনও দেরি করব না।

জনগণ যদি অন্তর্বর্তী সরকারের মেয়াদ পাঁচ বছর দেখতে চায়—এমন প্রশ্নের জবাবে সফিকুল আলম বলেন, জনগণের আকাঙ্ক্ষা থাকতেই পারে। তবে সরকার নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকারাবদ্ধ।

প্রেস সচিব আরও জানান, ড. মুহাম্মদ ইউনূস সরাসরি দোহা থেকে রোমে পৌঁছান পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে ও শেষ শ্রদ্ধা জানাতে। প্রধান উপদেষ্টা ও পোপের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতা রক্ষায় এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি আরও জানান, এ সফরে বিশ্বনেতাদের সঙ্গেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে। পোপের শেষকৃত্যে অন্তত ১৩০ দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রফিকুল হক। তিনি বলেন, ভ্যাটিকানের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কেরই প্রতিফলন ঘটেছে প্রধান উপদেষ্টার এই সফরে।

রাষ্ট্রদূত আরও জানান, ইতালিতে বাংলাদেশি উদ্যোক্তাদের মাধ্যমে গার্মেন্টস খাতে বড় ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে। ইতোমধ্যে শতাধিক বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি সিরামিকসহ অন্যান্য পণ্যও বাংলাদেশ থেকে ইতালিতে রপ্তানি হচ্ছে, ফলে দেশের বাজার আরও প্রসারিত হচ্ছে।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলমসহ রোম দূতাবাসের একাধিক কর্মকর্তা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
 

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন