শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:২৩, ২৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:৫০, ২৯ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত একটি ঘটনার সূত্র ধরে মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
মামলার নথিপত্র থেকে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ২৮৩ জন এবং আরও তিন-চারশ’ অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। মামলার বাদী এনামুল হক মামলায় অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে অর্থ সহায়তা করেছেন এসব অভিনয়শিল্পীরা।
আসামি তালিকায় রয়েছেন সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক ও আজিজুল হাকিমও।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, এসব আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লেগে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।
এ বিষয়ে ভাটারা থানার ওসি জানান, যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই মামলার কার্যক্রম চলছে।
ঢাকা এক্সপ্রেস/এসএআর