অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮:২৭, ২১ জুলাই ২০২৫
ছবি: মুক্তিজোটের সংগঠন প্রধান
সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানটি বিধ্বস্ত হয়।
শোকবার্তায় দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।
তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন সংশ্লিষ্ট হাসপাতালসহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করতে হবে।
তিনি মুক্তিজোটের সকল পর্যায়ের নেতা-কর্মীদের আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলেও উল্লেখ করেন তিনি।
ঢাকা এক্সপ্রেস/ইউকে