ঢাকা, শুক্রবার, ০৯ মে ২০২৫

২৫ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

লন্ডনে ঈদ করবেন খালেদা জিয়া 

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩:০৫, ২০ মার্চ ২০২৫ | আপডেট: ১৪:৫৭, ২০ মার্চ ২০২৫

লন্ডনে ঈদ করবেন খালেদা জিয়া 

আসন্ন ঈদুল ফিতরে লন্ডনে ছেলে তারেক রহমানের সঙ্গে ঈদ উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদের দুই সপ্তাহ পর তিনি দেশে ফিরবেন, এমনটি জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক। 

বুধবার (১৯ মার্চ) লন্ডনে ‘নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম, ইউকে’র পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, 'আমরা বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে ঈদ করে যাওয়ার অনুরোধ করি। এতে তিনি সম্মতি জানিয়েছেন।' 

কবে নাগাদ খালেদা জিয়া দেশে ফিরতে পারেন এমন প্রশ্নের জবাবে চেয়ারপারসনের উপদেষ্টা জানান, ঈদের দুই সপ্তাহ পরে তিনি দেশের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। বলা যায়, ১৫ এপ্রিলের আশপাশে তিনি বাংলাদেশে ফিরবেন।

চিকিৎসকরাও সেভাবে প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে তিনি আরও বলেন, এখানে ফ্লাইটেরও একটা বিষয় আছে। সেক্ষেত্রেও দু-একদিন এদিক সেদিক হতে পারে।  

আরও পড়ুন