শিরোনাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯:১৭, ১৫ মার্চ ২০২৫ | আপডেট: ১৯:৫১, ১৫ মার্চ ২০২৫
আগামী ২৬ মার্চ এস্তাদিও মাস মনুমেন্টালে ব্রাজিলকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্জেন্টিনার বিপক্ষে যে ম্যাচের আগে বেশ বেকায়দায় ব্রাজিল।
একটা হলুদ কার্ড দেখলেই ভিনিসিউস-রাফিনিয়াদের আর্জেন্টিনার বিপক্ষে নিষেধাজ্ঞায় পড়তে হবে। ফুটবলের সুপার ক্লাসিকো দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। আগামী ২৬ মার্চ এস্তাদিও মাস মনুমেন্টালে ব্রাজিলকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্জেন্টিনার বিপক্ষে যে ম্যাচের আগে বেশ বেকায়দায় ব্রাজিল। একে তো পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে তারা। মড়ার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে নেইমারের ইনজুরি।
সদ্যই ইনজুরি কাটিয়ে সান্তোসে ফিরে দারুণ ফর্মে ছিলেন নেইমার। যে কারণে দীর্ঘ ১৮ মাস পর জাতীয় দলে ডাক পেয়েছিলেন। মেসির সঙ্গে নেইমারের লড়াই দেখতে মুখিয়ে ছিল সারা বিশ্ব। কিন্তু শেষ মুহূর্তে নতুন করে ইনজুরিতে পড়ায় দলের সবচেয়ে বড় তারকাকে বাদ দিতে বাধ্য হয়েছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র।
তবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে দলের আরও বেশ কয়েকজন তারকাকে হারানোর ঝুঁকিতে আছে ব্রাজিল। যাদের কয়েকজনকে হারালে মহাবিপদে পড়ে যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল খেলবে কলম্বিয়ার বিপক্ষে। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামের সেই ম্যাচের আগে সেলেসাওদের মোট ৯জন খেলোয়াড় আছেন নিষেধাজ্ঞায় পড়ার ঝুঁকিতে। তাদের প্রত্যেকেই এরই মধ্যে একটি করে হলুদ কার্ড দেখে ফেলায় কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখলেই আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিতে দর্শক হয়ে যাবেন।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বাছাই পর্বের নিয়মানুযায়ী, একজন ফুটবলার দুটি হলুদ কার্ড দেখলেই পরের ম্যাচে আর খেলতে পারবেন না। এই তালিকায় আছে বড় বড় নাম। এই তালিকায় আছেন ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া, এদারসনরা। তাদের কেউ কলম্বিয়ার বিপক্ষে কার্ড দেখলেই আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দর্শক হয়ে থাকবেন।
এমনকি ১৮ মাস পর দলে ফেরা নেইমারও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ছিলেন। নামের পাশে একটি হলুদ কার্ড থাকায় কলম্বিয়ার বিপক্ষে কার্ড পেলেই বাদ পড়তেন তিনি।
বাছাই পর্বে ১২ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে ব্রাজিল। সমান ম্যাচে কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে চারে এবং ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।