ঢাকা, শুক্রবার, ০৯ মে ২০২৫

২৫ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

নতুন টি- টোয়েন্টি লিগে ৬ হাজার কোটি টাকা খরচ করবে সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৫৫, ১৬ মার্চ ২০২৫ | আপডেট: ১৩:০৮, ১৬ মার্চ ২০২৫

নতুন টি- টোয়েন্টি লিগে ৬ হাজার কোটি টাকা খরচ করবে সৌদি আরব

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তবে এই তালিকায় সর্বোচ্চ অবস্থানে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশাল অর্থের ঝনঝনানি, তারকা ক্রিকেটারদের সমাগম এবং জনপ্রিয়তায় এখন পর্যন্ত আইপিএলের সমকক্ষ কোনো ক্রিকেট লিগ তৈরি হয়নি। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের আধিপত্যও বেড়েই চলেছে।

কিন্তু এই বাস্তবতা বদলানোর পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। প্রায় ৬ হাজার কোটি টাকা (৫০০ কোটি ডলার) বাজেটের একটি নতুন টি-টোয়েন্টি লিগ চালুর পরিকল্পনা করছে দেশটি। টেনিসের গ্র্যান্ড স্লামের আদলে বছরে চারটি ভিন্ন দেশে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। 

অস্ট্রেলিয়ার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক বোর্ড সদস্য এবং অজি অধিনায়ক প্যাট কামিন্সের ম্যানেজার নিল ম্যাক্সওয়েল এই লিগ বাস্তবায়নের জন্য কাজ করছেন। এক বছর ধরে গোপনে চলা এই প্রকল্পে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস’ প্রায় ৬০৬৯ কোটি টাকা বিনিয়োগ করতে চায়। 

তবে এই লিগ আয়োজনের জন্য সৌদি ক্রিকেট কর্তৃপক্ষকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমতি পেতে হবে। বিশেষ করে, ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে বিসিসিআই-এর সম্মতি দরকার। পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অনুমোদনও নিতে হবে। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নির্ভর করবে আইসিসির বর্তমান সভাপতি জয় শাহর ওপর। 

সৌদি আরব ইতোমধ্যেই ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক স্বত্ব পেয়েছে। পাশাপাশি, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্যও বিড করার পরিকল্পনা করছে। কিছুদিন আগেই আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের জেদ্দায়। 

তবে বিশ্লেষকদের মতে, এই বিশাল বিনিয়োগ ক্রীড়াঙ্গনে সৌদি আরবের ভাবমূর্তি উজ্জ্বল করতে ‘স্পোর্টস ওয়াশিং’ কৌশলের অংশ। কারণ, বিগত বছরগুলোতে মানবাধিকার লঙ্ঘনের কারণে দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোতে বিপুল অর্থ বিনিয়োগ করে সেই ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছে।  

নতুন এই টি-টোয়েন্টি লিগ কবে শুরু হবে তা এখনো নিশ্চিত নয়। তবে এটিকে বাস্তবে রূপ দিতে হলে সৌদি আরবকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিশেষ করে আইসিসি ও ক্রিকেট বোর্ডগুলোর সম্মতি পাওয়াই হবে সবচেয়ে কঠিন কাজ।

আরও পড়ুন