শিরোনাম
ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ১২:১৬, ১৮ মার্চ ২০২৫
সৌদি থেকে আজ সকালে বাংলাদেশ দল ঢাকায় ফিরলেও সেখানে ছিলেন না ফাহমিদুল। ম্যানেজার আমের খান জানিয়েছেন, এই তরুণ ফিরে গেছেন ইতালিতে। অর্থাৎ ভারতের বিপক্ষে আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে তাকে নেওয়া হচ্ছে না।
আমের জানান, বিভিন্ন পজিশনে ফাহমিদুলকে বাজিয়ে দেখলেও যেমন আশা করা হচ্ছিলো তার কাছ থেকে মেলেনি তেমন কিছু, ‘এটা কোচের সিদ্ধান্ত। উনি তাকে লেফট ব্যাক, লেফট উইংসহ বিভিন্ন পজিশনে চেষ্টা করে দেখেছেন। উনি যেভাবে পরিকল্পনা করেছিলেন সেভাবে হয়নি। অভিজ্ঞতার অভাব। তাকে বলে দেওয়া হয়েছে তোমাকে নিয়ে অন্যভাবে পরিকল্পনা করা হবে।’ সম্ভবত ফাহমিদুলকে যুব দলের জন্য বিবেচনা করা হতে পারে পরে।
ইতালি প্রবাসী ফাহমিদুল খেলেন ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে। গত ১০ মার্চ বেশ সাড়া জাগিয়েই সৌদি আরবে ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিনি। তবে মূল দলের সঙ্গে অনুশীলনে দেখা গেল ঘাটতি।