ঢাকা, শুক্রবার, ০৯ মে ২০২৫

২৫ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

৪০৪ রানে অপরাজিত বাংলাদেশের স্কুল ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭:৪৩, ১৮ মার্চ ২০২৫ | আপডেট: ১৭:৪৩, ১৮ মার্চ ২০২৫

৪০৪ রানে অপরাজিত বাংলাদেশের স্কুল ক্রিকেটার

১০ম প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ৪০০ রান করে তাক লাগিয়ে দিয়েছেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মুস্তাকিম হাওলাদার। স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটার আজ পর্যন্ত চারশ রান করতে পারেননি। সেটিই করে দেখিয়েছেন মুস্তাকিম। 

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের দশম আসরে ১৭০ বলে ৪০৪ রান করে অপরাজিত তিনি। মুস্তাকিমের এমন কীর্তির খবর নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে প্রাইম ব্যাংক । ক্যাপশনে লিখেছে, ‘৫০ চার, ২২ ছক্কা! একাই চারশ করেছেন। বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে কোনো ব্যাটারের ৪০০ রানের ঘটনা এটাই প্রথম। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অংশ হওয়ায় মুস্তাকিমকে ধন্যবাদ ও অভিনন্দন।’

আরও পড়ুন