শিরোনাম
ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ১৭:৪৪, ২ জুলাই ২০২৫
ম্যাচের ১৮ মিনিটে ফ্রি-কিক থেকে পাওয়া বল পোস্টে ফিরলে তা আবার নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত শটে জাল কাঁপান ঋতুপর্ণা। এরপর ৭১ মিনিটে বাম দিক থেকে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে ব্যবধান ২-০ করেন তিনি। শেষদিকে মিয়ানমার এক গোল শোধ করলেও হার এড়াতে পারেনি।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে এখন বাকি আছে তুর্কমেনিস্তানের বিপক্ষে একটি ম্যাচ। সেটি জিতলেই প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করবে লাল-সবুজের মেয়েরা।
মাঠ, দর্শক, পরিসংখ্যান—সব দিক থেকে পিছিয়ে থেকেও বাংলাদেশ যেভাবে নিজেদের প্রমাণ করেছে, তা শুধু চমক নয়, এক নতুন অধ্যায়ের সূচনা। এ জয় শুধু এক ম্যাচের নয়, বরং সামগ্রিকভাবে দেশের নারী ফুটবলের সম্ভাবনাকে সামনে তুলে ধরার এক সাহসী বার্তা।
ঐতিহাসিক এই জয়ের মাধ্যমে বাংলাদেশ এখন তাকিয়ে ইতিহাস গড়ার দিকে—তুর্কমেনিস্তানের বিপক্ষে আরেকটি জয় মানেই এশিয়ার শ্রেষ্ঠ মঞ্চে আত্মপ্রকাশ।
ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ