শিরোনাম
ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ২২:০১, ২ জুলাই ২০২৫
ইয়াঙ্গুনের থুউনা স্টেডিয়ামে হওয়া এই ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের গ্রুপে দুই ম্যাচেই জয় পাওয়া বাংলাদেশের সামনে সুযোগ ছিল আজই চূড়ান্ত পর্ব নিশ্চিত করার। তার জন্য প্রয়োজন ছিল বাহরাইনের হার অথবা ড্র।
ম্যাচে ৮৪ মিনিটে এগিয়ে যায় তুর্কমেনিস্তান। ৮৭ মিনিটে সমতায় ফেরে বাহরাইন। কিন্তু পরের মিনিটেই ফের এগিয়ে গিয়ে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা (১৪১তম) তুর্কমেনিস্তান আবারও চাপে ফেলে বাহরাইনকে।
তবে রোমাঞ্চ তখনও বাকি। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল করে আবারও সমতায় ফেরে বাহরাইন, আর সেই গোলটাই এনে দেয় বাংলাদেশকে কাঙ্ক্ষিত স্বস্তি—প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের টিকিট।
‘সি’ গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এরই মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে ৫ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে হেরে গেলেও বাংলাদেশের আর কোনো সমস্যা নেই। এমনকি অপর ম্যাচে যদি মিয়ানমার বাহরাইনকে হারিয়েও দেয়, হেড টু হেডে এগিয়ে থাকবে বাংলাদেশ। কারণ, এই মিয়ানমারকেই গ্রুপ পর্বে ২-১ গোলে হারিয়েছে সাবিনা-কৃষ্ণারা।
এই ঐতিহাসিক অর্জনের ফলে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ নারী ফুটবল টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশ। যা দেশের নারী ফুটবলের অগ্রযাত্রায় এক নতুন দিগন্ত খুলে দিল।
ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ