ঢাকা, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার রায় আজ
Scroll
বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের কমান্ডারসহ দুই সদস্য নিহত
Scroll
সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
Scroll
চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে
Scroll
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরো ৪৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
Scroll
কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
Scroll
পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলা একাডেমির চারুকলা পরিচালক চিত্রশিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান
Scroll
ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

আম্পায়ারিংয়ের সমালোচনা, শাস্তি পেলেন ড্যারেন স্যামি 

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৯:৫২, ২৯ জুন ২০২৫

আম্পায়ারিংয়ের সমালোচনা, শাস্তি পেলেন ড্যারেন স্যামি 

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজটাউন টেস্টে টিভি আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টকের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন স্যামি। এতে করে শাস্তির মুখে পড়লেন তিনি। তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।

গত বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার আম্পায়ার হোল্ডস্টকের সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন তোলেন স্যামি। এমনকি সেদিন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের সঙ্গে দেখা করে হোল্ডস্টকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা চেয়েছিলেন।
স্যামি জানান, ইংল্যান্ডে সর্বশেষ ওয়ানডে সিরিজেও হোল্ডস্টকের আম্পায়ারিং নিয়ে তার মনে সন্দেহ জেগেছিল। সেই সিরিজের দুটি ম্যাচে হোল্ডস্টক টিভি আম্পায়ার এবং অন্যটিতে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন।

দ্বিতীয় দিনের খেলায় দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন স্যামি। একটি ছিল, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজের এলবিডব্লুর সিদ্ধান্ত, অন্যটি শাই হোপের ক্যাচ।

স্যামির দল মনে করে, প্যাট কামিন্সের করা বলটি আগে চেজের ব্যাটে লেগেছে। ৪৪ রানে ব্যাটিং করতে থাকা চেজকে মাঠের আম্পায়ার এলবিডব্লু দিলে তিনি সঙ্গে সঙ্গে রিভিউ নেন। টিভি আম্পায়ার হোল্ডস্টক জানান, বল ও ব্যাটের মধ্যে স্পষ্ট দূরত্ব দেখা যাচ্ছে। আলট্রাএজে কোনো স্পাইক দেখা না গেলেও কাছাকাছি দুটি ছোট স্পাইক ছিল। তাতেই বল ব্যাটে লেগেছে বলে দাবি চেজের।

হোপের আউট নিয়েও বিতর্ক আছে। বো ওয়েবস্টারের ভেতরে ঢোকা বল ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে, অ্যালেক্স ক্যারি দুর্দান্তভাবে সেটি লুফে নেন। বল ক্যারির হাতে ছিল। তবে তিনি ক্যাচ নিয়ে মাটিতে পড়ার সময় বলটি ঘাসে লেগেছে কিনা, তা নিয়ে প্রশ্ন ওঠে। টিভি আম্পায়ার হোল্ডস্টক এখানেও অস্ট্রেলিয়ার পক্ষে রায় দেন। ড্রেসিংরুমে তখনই হতাশা প্রকাশ করতে দেখা যায় স্যামিকে।

৪১ বছর বয়সী স্যামি এ নিয়ে বলেছেন, এই নির্দিষ্ট আম্পায়ারকে (হোল্ডস্টক) ঘিরে বিষয়টি আমার মনে প্রথম আসে ইংল্যান্ড সফর থেকেই। এটি হতাশাজনক। আপনি এমন অবস্থায় যেতে চান না, যেখানে নির্দিষ্ট কোনো আম্পায়ারকে নিয়ে সন্দেহ জন্মায়। তবে যখন একের পর এক সিদ্ধান্ত একই দলের বিপক্ষে যায়, তখন প্রশ্ন ওঠেই। আমি জানি, তিনি (হোল্ডস্টক) এই সিরিজের জন্য এখানে আছেন। কিন্তু আপনি কোনো টেস্ট ম্যাচ এমন সন্দেহ নিয়ে খেলতে চাইবেন না।

এই মন্তব্যের জন্য স্যামির বিরুদ্ধে আইসিসি আচরণবিধির ২.৭ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এই ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচ, খেলোয়াড় বা ম্যাচ অফিশিয়ালদের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করা নিষিদ্ধ।

গত ২৪ মাসের মধ্যে এটি স্যামির প্রথম ‘অপরাধ’। নিয়ম অনুযায়ী, তাকে জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন স্যামি। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজও ম্যাচ শেষে প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তগুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে তা বিরুদ্ধে এখনো কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি।

এদিকে, যাকে নিয়ে ক্যারিবীয় শিবির ক্ষুব্ধ সেই আদ্রিয়ান হোল্ডস্টক গ্রানাডা ও জ্যামাইকায় টেস্ট সিরিজের পরবর্তী দুই ম্যাচেই অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন। আর টিভি আম্পায়ার হিসেবে দেখা যাবে নিতীন মেনন ও রিচার্ড কেটেলবোরোকে। 

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন