ঢাকা, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার রায় আজ
Scroll
বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের কমান্ডারসহ দুই সদস্য নিহত
Scroll
সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
Scroll
চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে
Scroll
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরো ৪৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
Scroll
কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
Scroll
পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলা একাডেমির চারুকলা পরিচালক চিত্রশিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান
Scroll
ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

‘নোয়াখালী’র নামে বিপিএলে নতুন দল আসছে

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ২০:২৮, ৩০ জুন ২০২৫

‘নোয়াখালী’র নামে বিপিএলে নতুন দল আসছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর আয়োজন নিয়ে আজ বোর্ড সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সভায় নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত করার বিষয়টিও আলোচনায় রয়েছে। এর মধ্যেই একটি নতুন দলের নাম উঠে এসেছে—‘নোয়াখালী রয়্যালস’।

নোয়াখালী অঞ্চলকে প্রতিনিধিত্ব করতে আগ্রহী এই ফ্র্যাঞ্চাইজি সায়ানস গ্লোবালস নামে একটি প্রতিষ্ঠান থেকে আবেদন করেছে। আজ (৩০ জুন) মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজি পেতে আবেদনপত্র জমা দিয়েছে তারা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত রয়েছে এবং তারা বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

দলটির প্রতিনিধি আহমেদ জামিল সাংবাদিকদের বলেন, “আমরা আমাদের দিক থেকে পুরোপুরি প্রস্তুত। বিসিবিকে যেসব ডকুমেন্ট দিতে হয়, সেগুলোর বিষয়ে আমরা জানি এবং ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা চাই নোয়াখালীর মানুষের প্রত্যাশা পূরণ হোক।”

তিনি আরও বলেন, “আজকের বোর্ড সভায় নতুন দল নেওয়ার সিদ্ধান্ত হতে পারে। যদি বিসিবি নতুন ফ্র্যাঞ্চাইজি নেয়, তাহলে কী কী অতিরিক্ত তথ্য বা কাগজ প্রয়োজন, সেটাও আমরা জেনে নেবো। আমাদের প্রস্তুতি রয়েছে। আশা করি, তারা আমাদের আবেদন গ্রহণ করবে।”

নোয়াখালীকে নিয়ে বিভিন্ন সময় আলোচনা হলেও বিপিএলে এ পর্যন্ত ওই অঞ্চলভিত্তিক কোনো দল অংশ নেয়নি। এ কারণে নোয়াখালীর ক্রিকেটপ্রেমীদের জন্য এটি হতে পারে এক নতুন উদ্দীপনার নাম।

তবে আগের অভিজ্ঞতা থেকে এবারে বাড়তি সতর্ক বিসিবি। ফ্র্যাঞ্চাইজিদের অপেশাদার আচরণ, বিশেষ করে খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া রাখা ও সময়মতো পরিশোধ না করা, সবশেষ আসরে বড় বিতর্ক তৈরি করেছিল। বিসিবি চাইছে, এবার সেসব অনিয়ম ঠেকিয়ে একটি পেশাদার কাঠামো নিশ্চিত করতে।

আজকের বোর্ড সভায় নোয়াখালী রয়্যালসের আবেদন গৃহীত হলে বিপিএলে নতুন রঙ যোগ হতে পারে। এখন দেখার বিষয়, বিসিবি সত্যিই নোয়াখালীবাসীর এই ক্রিকেট স্বপ্নকে বাস্তবে রূপ দেয় কি না।

ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ

আরও পড়ুন