শিরোনাম
ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ২০:২৮, ৩০ জুন ২০২৫
নোয়াখালী অঞ্চলকে প্রতিনিধিত্ব করতে আগ্রহী এই ফ্র্যাঞ্চাইজি সায়ানস গ্লোবালস নামে একটি প্রতিষ্ঠান থেকে আবেদন করেছে। আজ (৩০ জুন) মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজি পেতে আবেদনপত্র জমা দিয়েছে তারা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত রয়েছে এবং তারা বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
দলটির প্রতিনিধি আহমেদ জামিল সাংবাদিকদের বলেন, “আমরা আমাদের দিক থেকে পুরোপুরি প্রস্তুত। বিসিবিকে যেসব ডকুমেন্ট দিতে হয়, সেগুলোর বিষয়ে আমরা জানি এবং ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা চাই নোয়াখালীর মানুষের প্রত্যাশা পূরণ হোক।”
তিনি আরও বলেন, “আজকের বোর্ড সভায় নতুন দল নেওয়ার সিদ্ধান্ত হতে পারে। যদি বিসিবি নতুন ফ্র্যাঞ্চাইজি নেয়, তাহলে কী কী অতিরিক্ত তথ্য বা কাগজ প্রয়োজন, সেটাও আমরা জেনে নেবো। আমাদের প্রস্তুতি রয়েছে। আশা করি, তারা আমাদের আবেদন গ্রহণ করবে।”
নোয়াখালীকে নিয়ে বিভিন্ন সময় আলোচনা হলেও বিপিএলে এ পর্যন্ত ওই অঞ্চলভিত্তিক কোনো দল অংশ নেয়নি। এ কারণে নোয়াখালীর ক্রিকেটপ্রেমীদের জন্য এটি হতে পারে এক নতুন উদ্দীপনার নাম।
তবে আগের অভিজ্ঞতা থেকে এবারে বাড়তি সতর্ক বিসিবি। ফ্র্যাঞ্চাইজিদের অপেশাদার আচরণ, বিশেষ করে খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া রাখা ও সময়মতো পরিশোধ না করা, সবশেষ আসরে বড় বিতর্ক তৈরি করেছিল। বিসিবি চাইছে, এবার সেসব অনিয়ম ঠেকিয়ে একটি পেশাদার কাঠামো নিশ্চিত করতে।
আজকের বোর্ড সভায় নোয়াখালী রয়্যালসের আবেদন গৃহীত হলে বিপিএলে নতুন রঙ যোগ হতে পারে। এখন দেখার বিষয়, বিসিবি সত্যিই নোয়াখালীবাসীর এই ক্রিকেট স্বপ্নকে বাস্তবে রূপ দেয় কি না।
ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ