শিরোনাম
ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ২৩:১২, ৫ জুলাই ২০২৫
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর এক জয় তুলে নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। শনিবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়েছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।
প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়া বাংলাদেশ দল এদিন শুরু থেকেই আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামে। তবে ম্যাচের শেষ দিকে লঙ্কান ব্যাটার দুনিথ লিয়ানাগে যখন ব্যাট করছিলেন, তখন জয় যেন হাতছোঁয়া দূরত্বে চলে আসে শ্রীলঙ্কার। মোস্তাফিজুর রহমানের ৪৮তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচে রোমাঞ্চ ফেরান লিয়ানাগে। তখন শ্রীলঙ্কার দরকার মাত্র ১৭ বলে ২১ রান, হাতে দুই উইকেট। ঠিক পরের বলেই অভিজ্ঞ মোস্তাফিজ নিজের স্লোয়ারে বিভ্রান্ত করেন লিয়ানাগেকে এবং ফিরতি ক্যাচ নিয়ে বাংলাদেশকে এনে দেন স্বস্তির স্বাদ।
শেষপর্যন্ত ১৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে জয় পেয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় সফরকারী দল। ফলে এখন সব নজর তৃতীয় ও শেষ ওয়ানডের দিকে, যা অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।
মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে ঘুরে দাঁড়ানো এই জয় দলকে আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সিরিজ এখন একেবারে সমানতালে, ফলে কলম্বোর মাটিতে আগামী ম্যাচটি হবে সিরিজ নির্ধারণী চূড়ান্ত যুদ্ধ।
ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ