ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫

৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৭

উল্লাপাড়ায় জামায়াতের অফিস নিয়ে মালিকানা বিতর্ক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮:২৭, ১৫ জুলাই ২০২৫ | আপডেট: ১৮:২৯, ১৫ জুলাই ২০২৫

উল্লাপাড়ায় জামায়াতের অফিস নিয়ে মালিকানা বিতর্ক

ছবি: ঢাকা এক্সপ্রেস

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে একটি পরিত্যক্ত ভবনকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ভবনটি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড কার্যালয় হিসেবে ব্যবহৃত হলেও এর প্রকৃত মালিকানা নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি ও প্রশ্ন।

গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, জামায়াত একটি সরকারি পরিত্যক্ত ভবন দখল করে দলীয় কার্যক্রম পরিচালনা করছে। কেউ কেউ ভবনটিকে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের পুরাতন অফিস বলেও উল্লেখ করছেন।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর মোঃ শাহজাহান আলী জানান, ‘ভবনটি বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে আমরা এটি সংস্কার করে ব্যবহার করছি। মালিক পাওয়া গেলে ভাড়া দিতে প্রস্তুত আছি। প্রয়োজনে কার্যালয় সরিয়ে নেব।’

তথ্য অনুসন্ধানে জানা যায়, স্বাধীনতার আগে ভবনটি একটি সমবায় সমিতির অফিস ছিল। আশির দশকে তুলা উন্নয়ন বোর্ড সেখানে কার্যক্রম চালালেও নব্বইয়ের দশকে তা বন্ধ হয়ে যায়।

উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মারুফ হোসেন বলেন, ‘পুরোনো রেকর্ড অনুযায়ী এটি সমবায় বিভাগের নয়।’
তুলা উন্নয়ন বোর্ডের বগুড়া জোনের কর্মকর্তা মোঃ মোস্তফা কামালও জানান, ‘একসময় আমাদের অফিস ছিল, তবে এটি আমাদের সম্পত্তি নয়।’

বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, ‘মালিকানা নির্ধারণে সহকারী কমিশনারকে (ভূমি) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

এখন প্রশাসনিক তদন্তেই স্পষ্ট হবে, বিতর্কিত ভবনটির প্রকৃত মালিকানা কার। 

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন