শিরোনাম
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২১:২৭, ১৭ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল শুরু হয়। জাতীয়তাবাদী যুবদলের ফরিদপুর জেলা শাখার সভাপতি রাজিব হোসেন এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা শামীম তালুকদার কে এম জাফর প্রমুখ।
এ সময় বক্তারা সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা গত ১৭ বছর আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন। আওয়ামী লীগ সরকার দেশ থেকে চলে গেলেও ষড়যন্ত্রকারীরা এখন ও রয়েছে তারা দেশে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করছে আমাদের সবাইকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে।
বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সদস্য যুবনেতা জামাল আবু নাছের, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সরকারি ইয়াসিন কলেজের জি এস কামরুল হাসান খান এমিল, অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও যুবদল নেতা নুরুল আলম, কোতোয়ালি থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ফয়সাল ইবনে মোস্তফা মিথুন, যুবনেতা আফজাল হোসেন, যুবনেতা রুবেল শেখ, ভিপি হেলাল প্রমুখ।
এর পূর্বে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হলে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে