ঢাকা, শনিবার, ০২ আগস্ট ২০২৫

১৮ শ্রাবণ ১৪৩২, ০৭ সফর ১৪৪৭

যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক জনি ঢাকায় গ্রেফতার

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৩:৩৮, ২৬ জুলাই ২০২৫

যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক জনি ঢাকায় গ্রেফতার

ছবি: ঢাকা এক্সপ্রেস

যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কান্দার আলী জনিকে (৪২) রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে এসআই অলক কুমার পিপিএম ও এএসআই মো. শামসুজ্জামান সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল শুক্রবার রাতে ঢাকার খিলক্ষেত থানাধীন দক্ষিণ নামাপাড়া তালেরটেক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে।

যশোর ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইস্কান্দার আলী জনি জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পাশাপাশি জেলা বিএনপির সভাপতি ও অন্যান্য নেতাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য, কুৎসা রটনা ও ভীতি প্রদর্শনমূলক অপপ্রচার চালান।

এ ছাড়া সেনাবাহিনী ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তিনি গুজব ছড়ান যে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর সেনানিবাসে অবস্থান করছিলেন এবং যুবদলের সেক্রেটারি আনসারুল হক তাকে ভারতের পালিয়ে যেতে সহায়তা করেছেন।

তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটক ইস্কান্দার আলী জনির স্থায়ী ঠিকানা যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গার বাবলাতলা এলাকায়। বর্তমানে তিনি ঢাকার খিলক্ষেত থানাধীন দক্ষিণ নামাপাড়ার তালেরটেক এলাকায় ইয়াসিন আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

আটক জনিকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি যশোর।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন