ঢাকা, শনিবার, ০২ আগস্ট ২০২৫

১৮ শ্রাবণ ১৪৩২, ০৭ সফর ১৪৪৭

মুরাদনগরে ফুটবল মাঠে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২১:৪৪, ২৬ জুলাই ২০২৫

মুরাদনগরে ফুটবল মাঠে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫

ছবি: ঢাকা এক্সপ্রেস

কুমিল্লার মুরাদনগরে ফুটবল খেলার মাঠে দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো পাঁচজন। শনিবার (২৬ জুলাই) বিকালে উপজেলার ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলাকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হল গিয়াস উদ্দিন (৪৩)। তিনি ছিলেন মুরাদনগর উপজেলার দুলারামপুর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা চলাকালে হঠাৎ করে ইলিয়টগঞ্জ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাঠের পাশে থাকা দর্শকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই গিয়াস উদ্দিন মারা যান এবং পাঁচজন গুরুতর আহত হন।

আহতরা হলেন, দুলারামপুর গ্রামের কাশেম মিয়ার ছেলে গোলাম রাব্বানী (১৮), গকুলনগর গ্রামের আবদুস সোবহান মিয়ার ছেলে শাহ জালাল (৪৫), দড়িকান্দি গ্রামের রশিদ মিয়ার ছেলে সাইদুল ইসলাম (৩০), মুরাদনগর গ্রামের অনিল চন্দ্র বর্মণের ছেলে হৃত্তিক চন্দ্র বর্মণ (২০) ও কামারচর গ্রামের বারেক মিয়ার ছেলে দুধ মিয়া (৫৬)।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ দর্শকরা বাসটি ভাংচুর করেন।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন