ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫

১ শ্রাবণ ১৪৩২, ২০ মুহররম ১৪৪৭

কাজিপুরে পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯:১১, ৮ জুলাই ২০২৫ | আপডেট: ১৯:১৩, ৮ জুলাই ২০২৫

কাজিপুরে পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ২

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কবিহার গ্রামে পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ দুজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে ৬ জুলাই, মৃত শওকত আলীর বাড়ির পুকুরে।

স্থানীয় সূত্রে জানা যায়, শওকত আলীর ছেলে রঞ্জু মিয়া ওইদিন দুপুরে তাদের পুকুরে মাছ ছাড়তে গেলে প্রতিবেশী জিল্লুর রহমান (মৃত খলিলুর রহমানের পুত্র) গংরা পুকুরটি নিজেদের দাবি করে বাধা দেন। একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে রঞ্জুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্ত্রী নার্গিস খাতুন স্বামীকে রক্ষায় এগিয়ে গেলে তিনিও মারধরের শিকার হন।

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের পক্ষ থেকে কাজিপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, প্রতিপক্ষ মামলাটি ধামাচাপা দিতে নিজেরাই আহত হওয়ার নাটক সাজাচ্ছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন