ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫

১ শ্রাবণ ১৪৩২, ২০ মুহররম ১৪৪৭

লক্ষ্মীপুর পৌরসভার ১০২ কোটি ৮০ লাখ টাকা বাজেট ঘোষণা 

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬:৩৪, ৯ জুলাই ২০২৫ | আপডেট: ১৭:৪৫, ৯ জুলাই ২০২৫

লক্ষ্মীপুর পৌরসভার ১০২ কোটি ৮০ লাখ টাকা বাজেট ঘোষণা 

ছবি: ঢাকা এক্সপ্রেস

লক্ষ্মীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ১০২ কোটি ৭৯ লাখ ৮৬ হাজার ৩৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এটি লক্ষ্মীপুর পৌরসভার ৪৮তম বাজেট। বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা শহরের উত্তর তেমুহনীস্থ পৌরসভা কার্যালয় হলরুমে পৌর প্রশাসক জসিম উদ্দিন এ বাজেট ঘোষণা করেন। 

প্রশাসক তার বক্তব্যে জানায়, ২০২৫-২৬ অর্থ বছরে পৌরসভার আয় ধরা হয়েছে ১০২ কোটি ৭৯ লাখ ৮৬ হাজার ৩৯১ টাকা। আয় অনুযায়ী একই পরিমাণ অর্থ ব্যয় ধরা হয়েছে। এটি আয়-ব্যয় অনুযায়ী ভারসাম্য বাজেট বলে জানিয়েছেন প্রশাসক। 

বাজাটে আয় ও ব্যয়ে একই পরিমাণ অর্থ ধরা হয়েছে। এরমধ্যে রাজস্ব আয় (উপাংশ-১) ৪১ কোটি ৮১ লাখ টাকা, রাজস্ব আয় পানি (উপাংশ ২) ১৩ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা, উন্নয়ন হিসাব (এডিপি) ২ কোটি টাকা, মুলধন হিসাব ২০ লাখ টাকা, আইইউজিআইপি প্রকল্প ১ কোটি টাকা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প ১ কোটি টাকা, কোভিট ১৯ প্রকল্প ১০ কোটি, আরইউটিডিপি প্রকল্প ২৫ কোটি টাকা। এতে মোট আয় ৯৪ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা ও প্রারম্ভিক স্থিতি ৮ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ৩৯১ টাকা ধরা হয়েছে। এ ছাড়া এসব খাতে ব্যয় ৯৯ কোটি ৮০ লাখ টাকা ও সমাপনী স্থিতি ২ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৩৯১ টাকা ধরা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন- জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তার, পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী, নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন ও হিসাব রক্ষণ কর্মকর্তা শাহাদাত হোসেন প্রমুখ৷

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন