শিরোনাম
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪:২২, ১২ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
আজ শনিবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে নীহার (৯) মরদেহ উদ্ধার করে স্থানীয় এক জেলে।
শুক্রবার বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকার ব্রহ্মপুত্র নদে নৌকায় ঘুরতে গিয়ে মা বাবার চোখের সামনে নৌকাটি মুহূর্তের মধ্যে তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা দুই সহোদর বোন নিখোঁজ হয়। এ সময় কলেজ পড়ুয়া বড় বোন নীলা আক্তারের (১৭) এর মরদেহ উদ্ধার করতে পারলেও নিখোঁজ রয়ে যায় অপর ছোটবোন নীহা।
তারা হল কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি চৌদ্দ ইউনিয়নের জালুয়া পাড়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে