ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

আলোকিত নারী সম্মাননা পেলেন শবনম বুবলী

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭:৫৬, ২০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:৪৮, ২০ এপ্রিল ২০২৫

আলোকিত নারী সম্মাননা পেলেন শবনম বুবলী

চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে ‘আলোকিত নারী সম্মাননা ২০২৫’ পেলেন চিত্রনায়িকা শবনম বুবলী। শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে লায়নস টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান।

‘আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন’কে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করে বুবলী লিখেছেন, ‘পৃথিবীর সব নারীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা।’

অভিনেত্রী আরও বলেন, ‘যেকোনো সম্মাননাই আরো ভালো কাজের জন্য উৎসাহ জোগায়। তবে সফল সব নারীকে নিয়ে কোনো আয়োজনে যখন আলাদা করে সম্মাননা জানানো হয় তখন একটু বেশিই আনন্দ দেয়। কারণ একজন নারী হিসেবে এটি ভীষণ গর্বের এবং সম্মানের। আর এই সম্মাননাটি গ্রহণ করেছি আমাদের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শ্রদ্ধেয় দিলারা জামান ম্যামের হাত থেকে। এটাও অনেক অনেক ভালো লাগার বিষয়ও বটে ।‘

এদিকে এবার ঈদে মুক্তি পেয়েছে বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমা। সিনেমাটি দর্শকমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে।

ঢাকা এক্সপ্রেস / এমএইচ 
 

আরও পড়ুন