ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

দলবল নিয়ে যুক্তরাষ্ট্রে অর্ণব

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০:৫৫, ২১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:১৫, ২১ এপ্রিল ২০২৫

দলবল নিয়ে যুক্তরাষ্ট্রে অর্ণব

টানা আটটি শোয়ের জন্য যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন শায়ান চৌধুরী অর্ণব। সঙ্গে তাঁর দল ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’। শনিবার শুরু হয়েছে ‘বাংলা ফোক রক ফেস্ট’ শীর্ষক এই সংগীত সফর। এদিন তারা পারফর্ম করেছেন যুক্তরাষ্ট্রের ডালাসে।

৩ মে গাইবেন মিনিয়াপলিসে। এরপর তারা গাইবেন সিয়াটল, অস্টিন, ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, কলম্বিয়া এবং সর্বশেষ ২৫ মে লস অ্যাঞ্জেলেসে। সফরটির তত্ত্বাবধানে রয়েছে ফ্রিডম এন্টারটেইনমেন্ট লিমিটেড।

এদিকে, অনেক দিন ধরে একক গানের বাইরে ‘কোক স্টুডিও বাংলা’ নিয়ে ব্যস্ত অর্ণব। এই প্রকল্পের দুটি সিজন সম্পন্ন হয়েছে । তৃতীয় সিজনের কাজ চলমান রয়েছে। 


ঢাক এক্সপ্রেস/ এমএইচ 

আরও পড়ুন