ঢাকা, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার রায় আজ
Scroll
বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের কমান্ডারসহ দুই সদস্য নিহত
Scroll
সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
Scroll
চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে
Scroll
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরো ৪৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
Scroll
কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
Scroll
পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলা একাডেমির চারুকলা পরিচালক চিত্রশিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান
Scroll
ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

এক দশকের সম্পর্কে ভাঙন ধরছে কেটি পেরির?

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০:৫৯, ২৬ জুন ২০২৫ | আপডেট: ১৩:১৫, ২৬ জুন ২০২৫

এক দশকের সম্পর্কে ভাঙন ধরছে কেটি পেরির?

ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী কেটি পেরি ও হলিউড অভিনেতা অরলান্ডো ব্লমের দীর্ঘদিনের সুখের সংসার! রয়েছে চার বছর বয়সী একটি কন্যা সন্তানও। তবু ভাঙনের মুখে তাদের সম্পর্ক— এমনটিই জানাচ্ছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।

সম্প্রতি ধনকুবের জেফ বেজস ও সাংবাদিক লরেন সানচেজের বহুল আলোচিত বিয়ের আসরে একাই উপস্থিত ছিলেন অরলান্ডো ব্লুম। এমন একটি জমকালো অনুষ্ঠানে কেটি পেরির অনুপস্থিতি আরো জোরালো করেছে বিচ্ছেদের গুঞ্জন। অনুষ্ঠানে ব্লুমকে নাচতেও দেখা যায়, যা ঘনিষ্ঠদের ভাষায় একজন একা মানুষের স্বাধীনতার প্রকাশ।

একাধিক সূত্র নিশ্চিত করেছে, অনুষ্ঠানে ব্লুম পরিচিতজনদের কাছে বলেছেন, তিনি এখন ‘সিঙ্গেল’। শোবিজের অনেকেই মনে করছেন, এটিই দুজনের সম্পর্ক ছিন্ন হওয়ার পরোক্ষ ঘোষণা।

এটি যদিও আকস্মিক নয়। গত ১০ জুন ‘পেজ সিক্স’-এর এক প্রতিবেদনে প্রথম উঠে আসে কেটি-ব্লুম সম্পর্ক ভাঙনের আভাস। যদিও তখন বলা হয়েছিল, তারা এখনই বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন না। কেটি পেরি বর্তমানে তার মিউজিক ট্যুর নিয়ে ব্যস্ত। জানা গেছে, এই সফর শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। এরপরই তারা বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনবেন বলে ধারণা করা হচ্ছে।

বিভিন্ন সূত্রের দাবি, পেশাগত জীবনের অস্থিরতা কেটির ব্যক্তিজীবনেও প্রভাব ফেলছে। দীর্ঘদিন পর নতুন অ্যালবাম প্রকাশ করলেও শ্রোতাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি গায়িকা। একই সঙ্গে কিছু কনসার্টের সাড়া থেকেও নাকি হতাশ কেটি। এই হতাশা ও মানসিক চাপে সম্পর্কে টানাপড়েন তৈরি হয়েছে বলে মনে করছেন নিকটজনেরা।

কেটি পেরি ২০১০ সালে বিয়ে করেছিলেন ব্রিটিশ কমেডিয়ান ও অভিনেতা রাসেল ব্র্যান্ডকে। তবে সেই সম্পর্ক টেকেনি দুই বছরের বেশি। ২০১৬ সালে অরলান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্কে জড়ান কেটি। ২০১৯ সালে তাদের বাগদান হয়, যদিও বিয়ে এখনো হয়নি।

তাদের কন্যা ডেইজি ডাভ ব্লুমের জন্ম ২০২০ সালে। এত বছর একসঙ্গে পথচলার পর বিচ্ছেদ হয়ে গেলে তা শুধু তাদের ভক্তদের নয়, গোটা বিনোদন অঙ্গনকেও নাড়া দেবে নিঃসন্দেহে।

ঢাকা এক্সপ্রেস/আরই/আরইউ

আরও পড়ুন