শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮:২২, ২৯ জুন ২০২৫
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ছবি: সংগৃহীত
সাক্ষাৎকারে বেনেট বলেন, দুই দশক ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহুর শাসনকাল দীর্ঘায়িত হয়েছে, যা ‘অতিরিক্ত এবং স্বাস্থ্যকর নয়’। ইসরায়েলি সমাজে যে গভীর বিভাজন তৈরি হয়েছে, তার বড় অংশের দায় নেতানিয়াহুর ওপর বর্তায়।
সাবেক এই ডানপন্থি নেতা বলেন, নেতানিয়াহুর একদিকে যেমন শক্ত সমর্থক আছে, তেমনি রয়েছে প্রবল বিরোধিতাও। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধ এবং সরকারের নেতৃত্ব নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে, এমনটাই দাবি করেন তিনি।
বেনেট বলেন, ‘নেতানিয়াহুর অধীনে ইসরায়েলের অভ্যন্তরে ফাটল ক্রমশ বাড়ছে। যুদ্ধ পরিচালনার কৌশল ও নেতৃত্ব নিয়েও দেশজুড়ে অসন্তোষ তৈরি হয়েছে।’
উল্লেখ্য, ২০২১ সালে বিরোধীদের সঙ্গে জোট গড়ে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিলেন নাফতালি বেনেট। তবে বর্তমান বিরোধী নেতা ইয়ার লাপিদের সঙ্গে গড়া জোট সরকার মাত্র এক বছরেই ভেঙে পড়ে। পরবর্তী নির্বাচনে ফের ক্ষমতায় ফিরে আসেন বেনিয়ামিন নেতানিয়াহু।
ঢাকা এক্সপ্রেস/এসএআর