ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫

২৬ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ
Scroll
হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত
Scroll
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাত থেকে বিক্ষোভ
Scroll
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ
Scroll
নারায়ণগঞ্জে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা, আহত ৫
Scroll
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর
Scroll
গুম থাকা বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের রাজধানীর শাহিনবাগ বাসায় পরোয়ানা নিয়ে পুলিশ, এসআই প্রত্যাহার
Scroll
প্রাইম এশিয়ায় পারভেজ হত্যা: আসামি ফারিয়া হক টিনা গ্রেপ্তার
Scroll
চাঁপাইনবাবগঞ্জে এবারো থাকছে না ম্যাঙ্গো ক্যালেন্ডার, পরিপক্ক হলেই পাড়া যাবে আম
Scroll
পাকিস্তান ও ভারত সংঘাত আমাদের কোনো বিষয় নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
Scroll
ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করার সিদ্ধান্ত

২২ দিন কোচহীন ব্রাজিল, কোচ পেতে মরিয়া সেলেসাওরা 

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৫:১৬, ১৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:৪৩, ১৯ এপ্রিল ২০২৫

২২ দিন কোচহীন ব্রাজিল, কোচ পেতে মরিয়া সেলেসাওরা 

কাতার বিশ্বকাপের পর দরিভাল জুনিয়রকে পূর্ণ দায়িত্বে বসানোর পর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা কিছু সময়ের জন্য হাঁফ ছাড়ার সুযোগ পেয়েছিল। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বে শিষ্যদের অধারাবাহিকতা দরিভালেরও বিদায়ঘণ্টা বাজিয়ে দেয়। এরপর থেকে ২২ দিন কোচহীন ব্রাজিল। তবে তাদের নিশানা রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির দিকে। এটাও যদি-কিন্তু’র ধাঁধায় আটকে আছে।

বেশিদিন কোচহীন থাকার সুযোগ থাকছে না সেলেসাওদের সামনে। জুনে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ রয়েছে লাতিন আমেরিকার দেশগুলোর। তার বেশ কিছুদিন আগেই ফিফার কাছে নিজেদের প্রাক-স্কোয়াড জমা দিতে হয়। সে হিসেবে ব্রাজিলের সামনে আর এক মাসের মতো সময় বাকি। এই সময়ের মধ্যে কোচ নিয়োগ থেকে শুরু করে আনুষ্ঠানিকভাবে পুরো দায়িত্ব বুঝে নেওয়ার কিছু ব্যাপার থাকে।  

ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে আনচেলত্তি আগেই নাকি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যম। কিন্তু বাস্তবতাও মানতে হচ্ছে উভয়পক্ষকে। বিশেষত রিয়াল মাদ্রিদ বর্তমানে মৌসুমের চূড়ান্ত সময়ে আছে, এই সময়েই নিষ্পত্তি হয়ে যাবে বেশিরভাগ প্রতিযোগিতার শিরোপা। যদিও চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ ১৫ বারের শিরোপাধারী দলটি সম্প্রতি টুর্নামেন্টটির কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। যা তৈরি করেছে আনচেলত্তির রিয়াল অধ্যায় শেষ হওয়ার একটি মৃদু গুঞ্জন। বেশকিছু সংবাদমাধ্যম তার ডেডলাইনও বলে দিয়েছে। আগামী ২৬ এপ্রিল হতে পারে সেই সময়।

আনচেলত্তির এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, ২৬ এপ্রিল কোপা দেল রে’র ফাইনালের পর মাদ্রিদের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারেন এই কোচ। বাংলাদেশ সময় অনুযায়ী ২৭ এপ্রিল দিবাগত রাত ২টায় স্প্যানিশ লিগ কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। অর্থাৎ, আরেকটি শিরোপা নির্ধারণী ম্যাচে এল-ক্লাসিকো’র স্বাক্ষী হতে যাচ্ছেন ফুটবলভক্তরা। এই ম্যাচের ফলাফলের ওপর রিয়ালে আনচেলত্তির ভবিষ্যৎ–ও নির্ভর করছে। যদিও তার সঙ্গে লস ব্লাঙ্কোসের চুক্তি রয়েছে আরও এক বছর।

ঢাকা এক্সপ্রেস/ এমএইচ 

আরও পড়ুন