ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫

২৬ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ
Scroll
হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত
Scroll
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাত থেকে বিক্ষোভ
Scroll
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ
Scroll
নারায়ণগঞ্জে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা, আহত ৫
Scroll
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর
Scroll
গুম থাকা বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের রাজধানীর শাহিনবাগ বাসায় পরোয়ানা নিয়ে পুলিশ, এসআই প্রত্যাহার
Scroll
প্রাইম এশিয়ায় পারভেজ হত্যা: আসামি ফারিয়া হক টিনা গ্রেপ্তার
Scroll
চাঁপাইনবাবগঞ্জে এবারো থাকছে না ম্যাঙ্গো ক্যালেন্ডার, পরিপক্ক হলেই পাড়া যাবে আম
Scroll
পাকিস্তান ও ভারত সংঘাত আমাদের কোনো বিষয় নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
Scroll
ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করার সিদ্ধান্ত

জিম্বাবুয়ের বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ১৫:৪৪, ২০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:৩০, ২০ এপ্রিল ২০২৫

জিম্বাবুয়ের বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখছে বাংলাদেশ

দুই উইকেটে ৯৮ রান করা বাংলাদেশ পরের ৫৬ রান করতে হারিয়েছে ৫ উইকেট। একে একে ফিরে গেছেন নাজমুল, মুমিনুল, মুশফিকুররা। মুশফিক, মুমিনুলের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানেরা উইকেট অনেকটা উপহার দিয়েছেন। দুজনেই মাসাকাদজার বলে ক্যাচ দিয়েছেন। নাজমুল আর মেহেদী হাসান মিরাজ আউট হন মুজারাবানির শর্ট বলে। তাইজুলকেও ফিরিয়েছেন মাসাকাদজা।

লাঞ্চের পরের সেশনে খেলা হয়েছে ২৬ ওভারে। ৭০ রান তুলতে বাংলাদেশ উইকেট হারিয়েছে ৫টি। জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি ভুগিয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা। এই বাঁহাতি স্পিনার ৬ ওভার হাত ঘুরিয়ে ৩ মেডেনে মাত্র ৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। জাকের আলী ১০, হাসান মাহমুদ ৪ রানে অপরাজিত আছেন।

সকাল থেকেই এক প্রান্ত আগলে রাখছিলেন মুমিনুল হক। কিন্তু ফিফটির পর ধৈর্য ধরে রাখতে পারলেন না। শুধু মুমিনুলই নন, তাঁর আউটের পর যিনি নেমেছিলেন, সেই মিরাজও আউট দ্রুতই।

ক্যারিয়ারের ২২তম ফিফটি করা মুমিনুল ওয়েলিংটন মাসাকাদজার বলে মিড উইকেটে ক্যাচ দিয়েছেন (১০৫ বলে ৫৬)। পরের ওভারে মুজারাবানির শর্ট বলে উইকেটের পেছনে ক্যাচ মিরাজের (৪ বলে ১)।

এর আগে, মধ্যাহ্নভোজের বিরতি আধঘণ্টা বেশি লম্বা হলো। সকালে ঘণ্টাখানেক খেলা হওয়ার পর আকাশ মেঘলা হয়ে গিয়েছিল, জ্বলেছে ফ্লাডলাইট। বিরতির সময়ে চলে আসে বৃষ্টি। গুঁড়ি গুঁড়ি ওই বৃষ্টি বেশিক্ষণ থাকেনি। মাঠ শুকাতেও তেমন সময় লাগেনি তাই।

বাংলাদেশের শুরুটা ভালোই ছিল। দুই ওপেনার অনেকটা নির্বিঘ্নেই ইনিংসের প্রথম ৮ ওভার পার করেন। ইনিংসের নবম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে সাদমানকে ফেরান নিয়াউচি। ড্রাইভ খেলতে গিয়ে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন এই পেসার। নিজের করা দ্বিতীয় ওভারে নিয়াউচি আউট করেন মাহমুদুলকে। গুড লেংথের ষষ্ঠ স্টাম্পে করা বলটিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন মাহমুদুল। তিনি ফিরেছেন ১৪ রানে।

মুমিনুলও তখনই ফিরতে পারতেন। তবে মুজারাবানির করা চতুর্থ স্টাম্পের শর্ট ডেলিভারি মুমিনুলের ব্যাট ছুঁয়ে উইকেটকিপার নিয়াশা মায়াভোর হাতে যায়। বলটি গ্লাভসে রাখতে পারেননি মায়াভো।

আরও পড়ুন